জুটমিল খোলার দাবিতে শ্রমিকদের পথ অবরোধ

জুটমিল খোলার দাবিতে অবরোধ। জগদ্দলের ঘোষ পাড়ায় পথ অবরোধ অকল্যান্ড জুট মিলের কয়েক হাজার শ্রমিকের। সকালের দিকে অবরোধ চলায় সমস্যায় পড়তে হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। যদিও, পরে পুলিস ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা সেখানে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর বিক্ষোভ উঠে যায়।

Updated By: Mar 23, 2017, 04:02 PM IST
জুটমিল খোলার দাবিতে শ্রমিকদের পথ অবরোধ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : জুটমিল খোলার দাবিতে অবরোধ। জগদ্দলের ঘোষ পাড়ায় পথ অবরোধ অকল্যান্ড জুট মিলের কয়েক হাজার শ্রমিকের। সকালের দিকে অবরোধ চলায় সমস্যায় পড়তে হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। যদিও, পরে পুলিস ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা সেখানে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর বিক্ষোভ উঠে যায়।

আরও পড়ুন- ভাঙড়ে গুলিবিদ্ধ ব্লক সভাপতি, তৃণমূল নেতাকে দেখতে এসে জ্ঞান হারালেন কাইজার

শ্রমিক অসন্তোষে জেরে ৫ মার্চ বন্ধ হয়ে যায় অকল্যান্ড জুটমিল। কাজ হারান প্রায় ৪ হাজার শ্রমিক। গতকাল শ্রমিক ইউনিয়ন সঙ্গে বৈঠকের পর আজ থেকে মিল খোলার কথা ঘোষণা করেছিল মালিকপক্ষ। সেইমত সকালে কাজে যোগ দিতে এসেছিলেন শ্রমিকরা। কিন্তু আজও মিলের গেটে তালা দেখে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রতিবাদে পথ অবরোধ করেন কয়েক হাজার শ্রমিক।

.