আলুর `কাটা ঘায়ে` নুনের ছেঁটার ভয়ে আতঙ্ক, গুজবের জেরে নুন কেনার হুড়হুড়ি, নুনের লরি লুঠ

হঠাত্‍ করেই আকাশ ছুঁতে পারে নুনের দাম! এমনই আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়। নুনের জন্য দোকানে দোকানে ভিড় করেছেন ক্রেতারা। যদিও নুন পাওয়া যাবে না বা দাম বাড়বে এমন কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন মন্ত্রী সাবিত্রী মিত্র। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি শুরু হয়েছে কালো বাজারি।

Updated By: Nov 15, 2013, 03:43 PM IST

হঠাত্‍ করেই আকাশ ছুঁতে পারে নুনের দাম! এমনই আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়। নুনের জন্য দোকানে দোকানে ভিড় করেছেন ক্রেতারা। যদিও নুন পাওয়া যাবে না বা দাম বাড়বে এমন কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন মন্ত্রী সাবিত্রী মিত্র। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি শুরু হয়েছে কালো বাজারি।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উত্তর দিনাজপুরে কিছু কিছু এলাকায় লাঠি চালায় পুলিস। মালদার মানিকচকে কাল রাতে নুন বোঝাই লরি লুঠ হয়।  ছটি দোকান লুঠ হয় ইংরেজ বাজারের নেতাজি পৌর বাজারে । প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মালদার এসপি ও জেলাশাসক।

.