সল্টলেকে বুথের দরজা বন্ধ করে ছাপ্পা, সাংবাদিকদের লক্ষ্য করে বোমা
৩১ নম্বর ওয়ার্ডে পুলিসের সামনেই দরজা বন্ধ করে দেদার ছাপ্পা ভোট। সল্টলেকে বিডি স্কুলের সামনে ব্যাপক বোমাবাজি। সাংবাদিকদের লক্ষ্য করে বোমা।
ওয়েব ডেস্ক: ৩১ নম্বর ওয়ার্ডে পুলিসের সামনেই দরজা বন্ধ করে দেদার ছাপ্পা ভোট। সল্টলেকে বিডি স্কুলের সামনে ব্যাপক বোমাবাজি। সাংবাদিকদের লক্ষ্য করে বোমা।
'১০০টা, ২০০টা ভোট দেব। ক্যামেরার সামনেই দেব। কি করবেন?' ২৪ ঘণ্টার সাংবাদিককে হুমকি তৃণমূল কর্মীদের। "আমার কিছু করার নেই। আমি সরকারি চাকরি করি। জোর জবস্তি করছে, আমার কিছু করার নেই", বক্তব্য ৩৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারের। কার্ড ছাড়াই বুথে ভোট দিতে এসেছেন বহিরাগতরা।
বুথে ঢুকে ইভিএম ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ২১৭ নম্বর বুথে ভোট গ্রহণ বন্ধ। নিস্ক্রিয় পুলিস। সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। ভোট গ্রহনকেন্দ্রে ঢুকে পরে ২০-২৫ জনের একটি দল, তারপর পুলিসের সামনেই ইভিএম ভাঙে তাঁরা। টুকরো টুকরো হয়ে যায় ইভি এম মেশিন।