ভিড়ে দুর্ঘটনা এড়াতে গঙ্গাসাগর মেলায় তত্‍পর প্রশাসন, বাড়ানো হল নিরাপত্তা

গঙ্গাসাগর মেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে তত্পর প্রশাসন। হাজির খোদ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীও ফোনে যোগাযোগ রাখছেন। খবরাখবর নিচ্ছেন। সাগর স্নানে নেমে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

Updated By: Jan 14, 2017, 09:23 AM IST
ভিড়ে দুর্ঘটনা এড়াতে গঙ্গাসাগর মেলায় তত্‍পর প্রশাসন, বাড়ানো হল নিরাপত্তা

ওয়েব ডেস্ক : গঙ্গাসাগর মেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে তত্পর প্রশাসন। হাজির খোদ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীও ফোনে যোগাযোগ রাখছেন। খবরাখবর নিচ্ছেন। সাগর স্নানে নেমে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন- মকর স্নানের ধুম ঘিরে জমজমাট গঙ্গাসাগর, রেকর্ড ভি়ড়ের সম্ভাবনা

মেলা প্রাঙ্গনে মোতায়েন রয়েছেন প্রায় ৫ হাজার পুলিস অফিসার, ৮ হাজার কনস্টেবল। বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চলছে। গোটা সাগর চত্বরে আকাশ পথেও হেলিকপ্টারের মাধ্যমে নজর রাখা হচ্ছে। মেলা প্রাঙ্গনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ৮,২০০ টি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য পর্যাপ্ত আলোর বন্দোবস্ত রয়েছে। মেলা প্রাঙ্গনকে এবার প্লাস্টিক ফ্রি জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

.