শ্রীনু নাইডু খুনের মামলায় অভিযুক্ত শঙ্কর রাওকে জেরা করে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র
শ্রীনু নাইডু খুনের মামলায় অভিযুক্ত শঙ্কর রাওকে জেরা করে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র। মিলেছে একটি কার্বাইন মেশিন গান, সঙ্গে দশ রাউন্ড নাইন এমএম কার্তুজ সহ একটি ম্যাগাজিন। ঝাড়গ্রামের বিরিহান্ডির জঙ্গলে মাটির নিচে কালো পলিথিনে বেঁধে লুকিয়ে রাখা ছিল অস্ত্রগুলি। পুলিসের সন্দেহ, সন্ত্রাসমূলক কাজকর্ম চালানোর উদ্দেশেই এভাবে লুকিয়ে রাখা ছিল আগ্নেয়াস্ত্র।
ওয়েব ডেস্ক: শ্রীনু নাইডু খুনের মামলায় অভিযুক্ত শঙ্কর রাওকে জেরা করে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র। মিলেছে একটি কার্বাইন মেশিন গান, সঙ্গে দশ রাউন্ড নাইন এমএম কার্তুজ সহ একটি ম্যাগাজিন। ঝাড়গ্রামের বিরিহান্ডির জঙ্গলে মাটির নিচে কালো পলিথিনে বেঁধে লুকিয়ে রাখা ছিল অস্ত্রগুলি। পুলিসের সন্দেহ, সন্ত্রাসমূলক কাজকর্ম চালানোর উদ্দেশেই এভাবে লুকিয়ে রাখা ছিল আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুন নারদা কাণ্ডের পর এবার পুলিসকর্মীর আত্মহত্যাতেও জড়াল আইপিএস মির্জার নাম
সেগুলি কোনও সন্ত্রাসবাদী সংগঠনের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা ছিল, এমনটাও অসম্ভব নয় বলে মনে করছে পুলিস। ধৃত শঙ্কর রাওয়ের বিরুদ্ধে UAPA অ্যাক্টে মামলা করেছে পুলিস। অন্যদিকে, শ্রীনু নাইডু হত্যাকাণ্ডে ফের বদলাল তদন্তকারী অফিসার। ফেব্রুয়ারির গোড়াতেই এই মামলার দায়িত্ব নেন ঘাটালের সিআই শুভঙ্কর দে। পুলিস সূত্রে খবর, তাঁকে সরিয়ে দিয়ে এবার নতুন IO করা হল কবিতা দাসকে।
আরও পড়ুন দুপুরে এক্কেবারে মাছিমারা পরিবেশ বরাহনগর হাসপাতালে