সিঙ্গুরে আটক ৬ সিপিআইএমএল নেতা, পরে মুক্তি

অবশেষে আটক ছজন সিপিআইএমএলের নেতাকর্মীকে মুক্তি দিল পুলিস। প্রায় চার ঘণ্টা জেরা করার পর আজ বিকেলে মুক্তি দেয়  সিঙ্গুর থানার পুলিস। আজ সকালে গোপালনগর গ্রামে ঘোরাঘুরি করতে দেখে এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিস। দুহাজার ছয় সালের আজকের দিনেই সিঙ্গুরে টাটাদের ছোট গাড়ির কারখানা গড়ার জন্য প্রকল্প এলাকায়  বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল পুলিস।

Updated By: Dec 2, 2012, 07:45 PM IST

অবশেষে আটক ছজন সিপিআইএমএলের নেতাকর্মীকে মুক্তি দিল পুলিস। প্রায় চার ঘণ্টা জেরা করার পর আজ বিকেলে মুক্তি দেয়  সিঙ্গুর থানার পুলিস। আজ সকালে গোপালনগর গ্রামে ঘোরাঘুরি করতে দেখে এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিস। ২০০৬ সালের আজকের দিনেই সিঙ্গুরে টাটাদের ছোট গাড়ির কারখানা গড়ার জন্য প্রকল্প এলাকায়  বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল পুলিস। গ্রামবাসীদের প্ররোচনা দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল বলে জানা যায়।
সেই থেকেই এই দিনটির স্মরণে সভা করে সিঙ্গুর আন্দোলনের শরিক সিপিআইএমএলও। আটক নেতাদের মধ্যে ছিলেন রাজ্য কমিটির সদস্য তপন বটব্যাল, জেলা সম্পাদক প্রবীর হালদার, দুই ছাত্র নেতাসহ আরও দুজন।  

Tags:
.