বিষয়-আশয়ে ফুলে ফেঁপে উঠেছেন সোহরাব

শুধু ডাকাবুকোই নয়, সোহরাব আলি রীতিমতো ধনী ব্যক্তিও বটে। ২০১১ সালে প্রার্থী হওয়ার সময় নির্বাচন কমিশনে তাঁর দায়ের করা হলফনামার ছত্রে ছত্রেই রয়েছে তার প্রমাণ। একাধিক বাড়ি ও জমি মিলিয়ে সোহরাব আলি ও তাঁর স্ত্রীর সম্পত্তির মোট পরিমাণ দুকোটি টাকারও বেশি। দুজনের ব্যাঙ্ক ও মেয়াদি আমানতের মোট পরিমাণ এক কোটি টাকারও বেশি।

Updated By: Sep 8, 2015, 11:00 PM IST

ওয়েব ডেস্ক: শুধু ডাকাবুকোই নয়, সোহরাব আলি রীতিমতো ধনী ব্যক্তিও বটে। ২০১১ সালে প্রার্থী হওয়ার সময় নির্বাচন কমিশনে তাঁর দায়ের করা হলফনামার ছত্রে ছত্রেই রয়েছে তার প্রমাণ। একাধিক বাড়ি ও জমি মিলিয়ে সোহরাব আলি ও তাঁর স্ত্রীর সম্পত্তির মোট পরিমাণ দুকোটি টাকারও বেশি। দুজনের ব্যাঙ্ক ও মেয়াদি আমানতের মোট পরিমাণ এক কোটি টাকারও বেশি।

সোহরাবের বিষয়-আশয়
--------------

২০১১ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী-

সোহরাব আলির ব্যাঙ্কে গচ্ছিত ও মেয়াদি আমানতের মোট পরিমাণ ৭০লক্ষ ৪২ হাজার ৫৬৬ টাকা।

স্ত্রীর সঙ্গে মিলিতভাবে সোহরাব আলির ব্যাঙ্ক ও মেয়াদি আমানতের মোট পরিমাণ এক কোটি টাকারও বেশি।

একাধিক বাড়ি, বাণিজ্যিক ভবন এবং জমির মালিক।

শুধু সোহরাবের নিজের নামে থাকা বাড়ি, বাণিজ্যিক ভবন এবং জমির দাম ২ কোটি ৩ লক্ষ ২৩ হাজার ৫৭০টাকা।

স্ত্রীর সঙ্গে মিলিতভাবে সোহরাব আলির স্থাবর সম্পত্তির মোট দাম ২ কোটি ১২লক্ষ ৭৩ হাজার ৫৭০টাকা।

.