স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করেছিলেন, তাতেই জুটেছে বেদম মার

ওয়েব ডেস্ক: ভরদুপুরে রাস্তার মধ্যেই বেধড়ক মার স্বামীকে। তাঁকে বাঁচাতে গেলে, স্ত্রীকেও রাস্তায় ফেলে মার। ডান চোখে সজোরে ঘুসি। একের পর এক, কিল-চড়-থাপ্পর। সবটাই ঘটল কারণ, স্ত্রীকে কটূক্তি-তাঁর সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করেছিলেন স্বামী। তাই দুষ্কৃতীদের হাতে জুটল এমন মারধর। এই অভিযোগে পুলিসের দ্বারস্থ সোনারপুরের নরেন্দ্রপুরের এক দম্পতি। ঘটনাটি ঘটে গত রবিবার। দুষ্কৃতীরা ফোন করে তাদের দলবলকেও ডেকে নেয় বলে অভিযোগ। চলে চূড়ান্ত হেনস্থা। এখানেই শেষ না। অভিযোগ, ঘটনার পর রবিবার রাতে বাড়ি বয়ে এসেও হুমকি দিয়ে যায় ওই দুষ্কৃতীরা। পুলিসের কাছে গেলে দেখে নেওয়া হবে। বলে যায় তারা। সেই হুমকি উপেক্ষা করেই অবশ্য পুলিসের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত দম্পতি। স্থানীয়দের বক্তব্যেও উঠে আসছে, এলাকায় সমাজবিরোধীদলের তাণ্ডবের অভিযোগ। নাম উঠছে, শাহেনশা ও আনোয়ার গোষ্ঠীর। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এঘটনায়।

আরও পড়ুন  প্রতিবাদ করলেই বেরোচ্ছে পিস্তল, কেন এই অসহিষ্ণুতা?

আরও পড়ুন সালিশির জেরেই কি বিষ্ণুপুরে খুন যুবক?

English Title: 
sonarpur incident
News Source: 
Home Title: 

স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করেছিলেন, তাতেই জুটেছে বেদম মার

স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করেছিলেন, তাতেই জুটেছে বেদম মার
Yes
Is Blog?: 
No
Section: