সন্ত্রাসের প্রতিবাদের গান

সন্ত্রাসের ব্যান্ড বাজুক। এই তীব্র ইচ্ছে থেকেই গান বেঁধেছে এপার বাংলার অচেনা একটি ব্যান্ড। ওপারে গিয়ে শুনিয়ে আসতে চায় তাদের প্রতিবাদের সুর।

Updated By: Jul 12, 2016, 09:50 AM IST
সন্ত্রাসের প্রতিবাদের গান

ওয়েব ডেস্ক: সন্ত্রাসের ব্যান্ড বাজুক। এই তীব্র ইচ্ছে থেকেই গান বেঁধেছে এপার বাংলার অচেনা একটি ব্যান্ড। ওপারে গিয়ে শুনিয়ে আসতে চায় তাদের প্রতিবাদের সুর।

আরও পড়ুন মোর্চাকে কোণঠাসা করতে পাহাড়ে নয়া কৌশল তৃণমূল কংগ্রেসের

অগ্নি, আকাশ আর প্রীতম। তিনজনের ছোট্ট ব্যান্ড। তিনজনেই বয়সে একেবারে নবীন। বাংলাদেশের সন্ত্রাসবাদী হামলা মনের ভেতরে আলোড়ন তুলেছে। আর সেই আবেগ থেকেই প্রীতম গান বেঁধেছে। এই সেই গান।

এই গান নিয়ে ওপারে পাড়ি জমানো লক্ষ্য। প্রীতমের দাদা একাধিক বার পারফর্ম করে এসেছেন ওপার বাংলায়। এবার বার্তাবহ সুর নিয়ে পাড়ি দিতে প্রস্তুত ভাইরাও। প্রতিবাদের গান সহমর্মিতার সুর। এমন সোজাসাপ্টা গান নিয়ে ওপারে যাচ্ছে প্রীতমরা। সন্ত্রাসের চোঙ রাঙানিকে তোয়াক্কা না করেই।

আরও পড়ুন মাত্র ৫০০ টাকার জন্য খুনের চেষ্টার অভিযোগ মালদায়

.