আচমকা শিলাবৃষ্টিতে বিপর্যস্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া

এ যেন, বিনা মেঘে বজ্রপাত। এ শীতকাল না ঘোর বর্ষা? সকাল থেকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দাদের প্রশ্ন এটাই। আচমকা শিলাবৃষ্টিতে বিপর্যস্ত এলাকা। শীতে বৃষ্টির আশঙ্কা কেই বা করে? ফলে শিলাবৃষ্টি শুরু হতেই মাথা গোঁজার জায়গা খুঁজতে দৌড়োদৌড়ি পড়ে যায় পথেঘাটে থাকা লোকজনের মধ্যে।

Updated By: Jan 3, 2017, 02:16 PM IST
আচমকা শিলাবৃষ্টিতে বিপর্যস্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: এ যেন, বিনা মেঘে বজ্রপাত। এ শীতকাল না ঘোর বর্ষা? সকাল থেকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দাদের প্রশ্ন এটাই। আচমকা শিলাবৃষ্টিতে বিপর্যস্ত এলাকা। শীতে বৃষ্টির আশঙ্কা কেই বা করে? ফলে শিলাবৃষ্টি শুরু হতেই মাথা গোঁজার জায়গা খুঁজতে দৌড়োদৌড়ি পড়ে যায় পথেঘাটে থাকা লোকজনের মধ্যে।

আরও পড়ুন- রায়গঞ্জে চিতাবাঘের হামলা, জখম ২০

একদিকে যদি এই ভোগান্তি হয়, তবে উল্টোদিকে এর সঙ্গেই উঁকি দিয়ে যাচ্ছে আরেক সম্ভাবনা। এই সময়ে বৃষ্টি মানেই পাহাড়ে তুষারপাত। ফলে চাকুলিয়ায় শিলাবৃষ্টির মানে, পাহাড়ে কোথাও হয়ত তুষারপাত হবেই। মত বিশেষজ্ঞদের। আশায় বুক বাঁধছে শৈলশহর। এছাড়াও সাবেক পর্যবেক্ষণ অনুযায়ী, শীত কালে বৃষ্টি হলে, বৃষ্টির পর শীতটা আরও জাঁকিয়ে বসে। ফলে, এই বৃষ্টি কি সেই নতুন তীব্র শীতেরই পূর্বাভাষ?

আরও পড়ুন- কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফের অ্যাসিডে দগ্ধ হতে হল এক মহিলাকে

.