সুইসাইড নোটে সুরজিত মালোর মর্মান্তিক আবেদন!

আমার দেহের কোনও অঙ্গ নিয়ে, আমার ছেলে মেয়েদের দু-মুঠো খাবার ব্যবস্থা করবেন। সুইসাইড নোটে এমনই মর্মান্তিক আবেদন রেখেছেন সুরজিত মালো। না, বিদেশের কোনও ঘটনা নয়। আমাদের দেশে, আমাদের রাজ্যেই ঘটল এবার এমন। ওল্ড দিঘার একটি হোটেল থেকে সুরজিত মালোর ঝুলন্ত মৃতদেহ উদ্বার করেছে পুলিস। হাওড়ার বাসিন্দা সুরজিত মালো গতকালই দিঘায় আসেন।

Updated By: Oct 2, 2016, 06:40 PM IST
সুইসাইড নোটে সুরজিত মালোর মর্মান্তিক আবেদন!

ওয়েব ডেস্ক: আমার দেহের কোনও অঙ্গ নিয়ে, আমার ছেলে মেয়েদের দু-মুঠো খাবার ব্যবস্থা করবেন। সুইসাইড নোটে এমনই মর্মান্তিক আবেদন রেখেছেন সুরজিত মালো। না, বিদেশের কোনও ঘটনা নয়। আমাদের দেশে, আমাদের রাজ্যেই ঘটল এবার এমন। ওল্ড দিঘার একটি হোটেল থেকে সুরজিত মালোর ঝুলন্ত মৃতদেহ উদ্বার করেছে পুলিস। হাওড়ার বাসিন্দা সুরজিত মালো গতকালই দিঘায় আসেন।

আরও পড়ুন শিবপুর থানার বাগান থেকে উদ্ধার পঞ্চাশটিরও বেশি শক্তিশালি বোমা!

সুইসাইড নোটে তিনি লিখিছেন আর্থিক দুরবস্থার কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। অবস্থা এমন জায়গায় পৌছেছে পুজোয় ছেলেমেয়েদের জামাকাপড়ও কিনে দিতে পারেন নি । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন  গুজরাট উপকুলের কাছে পাকিস্তানি নৌকা আটক করল উপকূল রক্ষীবাহিনী!

.