নাকের ডগায় পঞ্চায়েত, সুজিত দত্ত মেমোরিয়াল ট্রাস্টে চলছিল শিশু পাচার
মছলন্দপুরে সুজিত দত্ত মেমোরিয়াল ট্রাস্টের স্কুল এবং ফ্রি ওষুধের ক্লিনিকের আড়ালে শিশু পাচার চক্র চলছিল রমরমিয়ে। অথচ ঘুণাক্ষরেও টের পায়নি পায়নি পঞ্চায়েত। নাকের ডগায় অপরাধ। অথচ অন্ধকারে সবাই।
ওয়েব ডেস্ক : মছলন্দপুরে সুজিত দত্ত মেমোরিয়াল ট্রাস্টের স্কুল এবং ফ্রি ওষুধের ক্লিনিকের আড়ালে শিশু পাচার চক্র চলছিল রমরমিয়ে। অথচ ঘুণাক্ষরেও টের পায়নি পায়নি পঞ্চায়েত। নাকের ডগায় অপরাধ। অথচ অন্ধকারে সবাই।
একটি NGO চালু করার জন্য স্থানীয় পঞ্চায়েতের কাছ থেকে বেশ কিছু ছাড়পত্রের দরকার পড়ে। এখানে তা আদৌ নেওয়া হয়েছিল কিনা, সেটাই স্পষ্ট করতে পারছে না পঞ্চায়েত। যদি না নেওয়া হয়, তাহলে কিসের ভিত্তিতে চলছিল NGO-টি? আর যদি ছাড়পত্র দেওয়া হয়ে তাকে, তাহলে তা কোন যুত্তিতে দিল পঞ্চায়েত? কেন সবদিক খতিয়ে দেখা হয়নি? প্রশ্ন একাধিক। সদুত্তর নেই। বিষয়টি সম্পর্কে কিছুই জানা নেই, একথা বলে হাত ধুয়ে ফেলার চেষ্টা করেছেন পঞ্চায়েত সদস্যও।