কাজ নেই, বন্ধ রেশন, জুটেছে সরকারি উদাসীনতা, ভোট বয়কটের পথে বান্দাপানি চা বাগান কর্মীরা

চা বাগান বন্ধ গত ১০ মাস। বন্ধ রেশন, পানীয় জল। কাজ নেই, তাই আয় নেই। চরম দুর্ভোগে আলিপুরদুয়ারের বান্দাপানি চা বাগানের শ্রমিকেরা। লাভ হয়নি সরকারি কর্তৃপক্ষ, এমনকি মন্ত্রীকে জানিয়েও। অভিযোগ শ্রমিকদের। বাগান না খোলার প্রতিবাদে ভোট বয়কটের পথে শ্রমিকেরা।

Updated By: Mar 24, 2014, 11:21 PM IST

চা বাগান বন্ধ গত ১০ মাস। বন্ধ রেশন, পানীয় জল। কাজ নেই, তাই আয় নেই। চরম দুর্ভোগে আলিপুরদুয়ারের বান্দাপানি চা বাগানের শ্রমিকেরা। লাভ হয়নি সরকারি কর্তৃপক্ষ, এমনকি মন্ত্রীকে জানিয়েও। অভিযোগ শ্রমিকদের। বাগান না খোলার প্রতিবাদে ভোট বয়কটের পথে শ্রমিকেরা।

আলিপুরদুয়ারের বীরপাড়ার বান্দাপানি চা বাগান বন্ধ গত বছরের ১৩ জুলাই থেকে। কর্মহীন বাগানের এগারোশ ৩০ জন স্থায়ী এবং প্রায় ৬০ জন অস্থায়ী শ্রমিক। বন্ধ পানীয় জল সরবরাহ। বন্ধ চাবাগান শ্রমিকদের রেশন। অভিযোগ, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৮ জন শ্রমিকের। বহু মহিলা কর্মী কাজের খোঁজে পাড়ি জমিয়েছেন ভিন রাজ্যে। তাঁরা কী অবস্থায় রয়েছেন, জানেন না কেউই। দাবি বন্ধ চাবাগানের ট্রেড ইউনিয়ন নেতার।

বাগান খোলার জন্য জেলা প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এমনকী, সাড়া মেলেনি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের কাছে দরবার করেও। অভিযোগ শ্রমিক নেতার। সরকারি কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকেরা। বাগান খোলার দাবিতে আজ মিছিল বের করেন বন্ধ বান্দাপানি চা বাগানের শ্রমিকেরা।

.