ফাঁস টেটের প্রশ্ন: অবশেষে দায়ের এফআইআর
টেটের প্রশ্ন ফাঁসকাণ্ডে অবশেষে দায়ের হল এফআইআর। ডাক বিভাগের দুই কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক। পাল্টা রাজ্যকেই টার্গেট করলেন চিফ পোস্টমাস্টার জেনারেল। তাঁর দাবি,সব দোষ ডাক বিভাগের ঘাড়ে চাপিয়ে দায় এড়াচ্ছে সরকার।মাঝপথেই প্রশ্নপত্র লোপাট। ফের বাতিল টেট। দুর্ভোগের শিকার লক্ষ লক্ষ পরীক্ষার্থী। মান বাঁচাতে পরীক্ষা পিছনোর ঘোষণা শিক্ষামন্ত্রীর।
![ফাঁস টেটের প্রশ্ন: অবশেষে দায়ের এফআইআর ফাঁস টেটের প্রশ্ন: অবশেষে দায়ের এফআইআর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/08/29/41992-tet.gif)
ব্যুরো: টেটের প্রশ্ন ফাঁসকাণ্ডে অবশেষে দায়ের হল এফআইআর। ডাক বিভাগের দুই কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক। পাল্টা রাজ্যকেই টার্গেট করলেন চিফ পোস্টমাস্টার জেনারেল। তাঁর দাবি,সব দোষ ডাক বিভাগের ঘাড়ে চাপিয়ে দায় এড়াচ্ছে সরকার।মাঝপথেই প্রশ্নপত্র লোপাট। ফের বাতিল টেট। দুর্ভোগের শিকার লক্ষ লক্ষ পরীক্ষার্থী। মান বাঁচাতে পরীক্ষা পিছনোর ঘোষণা শিক্ষামন্ত্রীর।
৪৮ ঘণ্টা পর অবশেষে এফআইআর দায়ের করল মধ্যশিক্ষা পর্ষদ।
চিফ পোস্টমাস্টার জেনারেলের নিশানায় এবার রাজ্য সরকার। তাঁর দাবি, ডাক বিভাগের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়াচ্ছে সরকার।
প্রশ্ন পত্র ফাঁস এবং পরীক্ষা নিয়ে সরকারের দায়সারা মনোভাবের প্রতিবাদে শনিবার পথে নামে বারোটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন। মিছিলের পর মৌলালি মোড়ে শুরু হয় অবরোধ। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুলও পোড়ানো হয়।
টেটকাণ্ডের প্রতিবাদে শনিবার মধ্যশিক্ষা পর্ষদের দফতর নিবেদিতা ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কিন্তু বস্তাভর্তি প্রশ্নপত্র গেল কোথায়? এখনও তার কোনও সদুত্তর মেলেনি।