দৃষ্টিহীণ ব্যক্তিকে ভোট দিতে 'সাহায্য' করলেন তৃণমূল কর্মী

বৃদ্ধকে সাহায্যের নামে ভোট তৃণমূলকর্মীর। প্রশ্ন করতেই অগ্নিশর্মা। উল্টে ২৪ ঘণ্টার প্রতিনিধিকে হুমকি দিতে শুরু করলেন ওই তৃণমূলকর্মী। এমনকি ছবি মুছে ফেলতে চাপও দিলেন তিনি। ঘটনা কেশপুরের সরাই প্রাইমারি স্কুলের ১৭৭ নম্বর বুথে।

Updated By: Apr 11, 2016, 08:35 PM IST
দৃষ্টিহীণ ব্যক্তিকে ভোট দিতে 'সাহায্য' করলেন তৃণমূল কর্মী

 

ওয়েব ডেস্ক: বৃদ্ধকে সাহায্যের নামে ভোট তৃণমূলকর্মীর। প্রশ্ন করতেই অগ্নিশর্মা। উল্টে ২৪ ঘণ্টার প্রতিনিধিকে হুমকি দিতে শুরু করলেন ওই তৃণমূলকর্মী। এমনকি ছবি মুছে ফেলতে চাপও দিলেন তিনি। ঘটনা কেশপুরের সরাই প্রাইমারি স্কুলের ১৭৭ নম্বর বুথে। কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও দৃষ্টিহীন ব্যক্তিকে সাহায্য করতেই পারেন তাঁর আত্মীয়। ওই তৃণমূলকর্মীর দাবি, অন্ধ ব্যক্তিকে সাহায্য করে তিনি নৈতিক কাজই করেছেন। তবে কেন তিনি হুমকি দিলেন ২৪ ঘণ্টার প্রতিনিধিকে? কেন ছবি মুছে দিতে চাপ দিলেন? তবে কি তিনি কোনও অনৈতিক কাজ করলেন? প্রশ্ন উঠছে।  

.