ফের দুর্ঘটনা রেলে

পরপর দু`দিন দুটি রেল দুররঘটনা। বৃহস্পতিবার জৌনপুরে দুন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঠিক পরের দিনই ফের দুর্ঘটনায় রেল।

Updated By: Jun 1, 2012, 11:50 PM IST

পরপর দু`দিন দুটি রেল দুররঘটনা। বৃহস্পতিবার জৌনপুরে দুন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঠিক পরের দিনই ফের দুর্ঘটনায় রেল। প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ট্রেনচালকের । শুক্রবার সন্ধেয় পশ্চিম মেদিনীপুরের সরডিহা ও বাঁশতলা স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। খড়গপুর-টাটা প্যাসেঞ্জার টাটা যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। 
ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রেনচালকের। তাঁর নাম এ কে পাল। দুর্ঘটনার জেরে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

.