মেদিনীপুর শহরের জোড়া মসজিদে শুরু হয়েছে উরস উত্সব

মেদিনীপুর শহরে শুরু হয়েছে উরস উত্‍সব। উত্‍সবে যোগ দিতে বাংলাদেশ থেকে মেদিনীপুরে এসেছেন ২ হাজারেরও বেশি পূণ্যার্থী। আজ সকালেই বাংলাদেশ থেকে মেদিনীপুরে পৌছেছে বিশেষ উরস ট্রেন।

Updated By: Feb 17, 2016, 06:41 PM IST

ওয়েব ডেস্ক: মেদিনীপুর শহরে শুরু হয়েছে উরস উত্‍সব। উত্‍সবে যোগ দিতে বাংলাদেশ থেকে মেদিনীপুরে এসেছেন ২ হাজারেরও বেশি পূণ্যার্থী। আজ সকালেই বাংলাদেশ থেকে মেদিনীপুরে পৌছেছে বিশেষ উরস ট্রেন।

মেদিনীপুর শহরের জোড়া মসজিদে শুরু হয়েছে উরস উত্‍সব। প্রত্যেক বছরের মত এবছরও উরস ট্রেন বাংলাদেশ থেকে পৌছেছে মেদিনীপুরে। বাংলাদেশ থেকে বহু মানুষ প্রতিবছর এই দিনে আসেন মেদিনীপুর। সেই জন্য ব্যবস্থা করা হয় বিশেষ উরস ট্রেন। বাংলাদেশের পূণ্যার্থীদের স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার প্রতিনিধিরা। ১১৫-তম উরস উত্‍সবে বাংলাদেশ থেকে ট্রেনে করে এসেছেন ২ হাজার ২২৯ জন পূণ্যার্থী।

বাংলাদেশ থেকে আসা পূণ্যার্থীরা উত্‍সব শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরে যাবেন। পূণ্যার্থীদের যাতে কোনও অসুবিধে না হয়,  তার জন্য তৈরি হয়েছে বহু অস্থায়ী শৌচাগার। রাখা হয়েছে পানীয় জলের ট্যাঙ্ক। ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত আলোরও।

.