ঠাণ্ডা-বৃষ্টির যুগলবন্দীতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস

উত্তরে জাঁকিয়ে ঠাণ্ডা, আর দক্ষিণে বৃষ্টি। আবহাওয়াবীদরা বলছেন এটাই জাঁকিয়ে শীতের পূর্বাভাস। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টি হয়েছে বাঁকুড়াতেও। তার সঙ্গে ঝোড়ো হাওয়া। ঠান্ডা বাতাসে কনকনে শীতের আমেজ লাল মাটির জেলায়।

Updated By: Jan 10, 2017, 11:33 AM IST
ঠাণ্ডা-বৃষ্টির যুগলবন্দীতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস

ওয়েব ডেস্ক: উত্তরে জাঁকিয়ে ঠাণ্ডা, আর দক্ষিণে বৃষ্টি। আবহাওয়াবীদরা বলছেন এটাই জাঁকিয়ে শীতের পূর্বাভাস। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টি হয়েছে বাঁকুড়াতেও। তার সঙ্গে ঝোড়ো হাওয়া। ঠান্ডা বাতাসে কনকনে শীতের আমেজ লাল মাটির জেলায়।

আরও পড়ুন- পৌষের শেষে কী তাহলে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াবে শীত?

দুর্গাপুরের পাণ্ডবেশ্বর সহ বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হয়েছে সকালে। নেমেছে তাপমাত্রার পারদ। বৃষ্টিতে ভিজেছে মুর্শিদাবাদ। আকাশ মেঘলা, ঠান্ডা হাওয়ায় শীতের আমেজ। বৃষ্টি হয়েছে বীরভূমেও। প্রথমটায় যেন মনে হয়েছিল, এবছরের মতো শীতে বোধ হয় ইতি। কিন্তু, না, দ্বিতীয় ইনিংসে ফিরে এসে শুরুটা বেশ ভালই করেছে। এখন দেখার কতক্ষণ ক্রিজে থেকে রান তুলতে সক্ষম হয় এই দ্বিতীয় ইনিংসের শীত।

আরও পড়ুন- ২ বছর ঘরছাড়া, ছেলেরা দেখে না, সত্তরোর্ধ বৃদ্ধের ঠিকানা অন্যের বাড়ির বারান্দা

.