হেমন্তে অকালবৃষ্টি...জলে ডুবেছে ধানের শিষ

হেমন্তে অকালবৃষ্টি। ধান পেকে ওঠার মরশুমে নিম্নচাপের এই বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। জলে ডুবেছে ধানের শিষ। রবিবারও পূর্ব মেদিনীপুর সহ দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Updated By: Nov 5, 2016, 10:45 PM IST
হেমন্তে অকালবৃষ্টি...জলে ডুবেছে ধানের শিষ

ওয়েব ডেস্ক: হেমন্তে অকালবৃষ্টি। ধান পেকে ওঠার মরশুমে নিম্নচাপের এই বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। জলে ডুবেছে ধানের শিষ। রবিবারও পূর্ব মেদিনীপুর সহ দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

নাডার চোখরাঙানি কেটেছে বটে। তবে সহজে ছাড়ান দিতে নারাজ বৃষ্টি। বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছেন না রাজ্যের কৃষকেরা।  শনিবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজেছে  হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া ও দুই মেদিনীপুর। আর মাস খানেকের মধ্যেই শুরু হবে ধান কাটা। তার আগেই হেমন্তের অকাল বৃষ্টিতে  ডুবেছে পাকা ধান। তাই ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

শুক্রবার সকাল থেকেই নিম্নচাপের কারণে আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি। উপকূলে ঝোড়ো হাওয়ার জন্য মত্‍স্যজীবীদের সতর্ক করেছে হাওয়া অফিস।

ঝোড়ো আবহাওয়ার জন্য দীঘা, মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রের কাছে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে।

.