সব সমস্যায় মুখ্যমন্ত্রী কেন? প্রশাসন কি ঠুঁটো জগন্নাথ?

স্থানীয় প্রশাসনে অনাস্থা। ভরসা শুধু মুখ্যমন্ত্রী। তাঁকে ছাড়া যেন গতি নেই! গত কয়েকদিনে বারবার উঠে এসেছে এই ছবি।

Updated By: Jul 20, 2016, 08:24 PM IST
সব সমস্যায় মুখ্যমন্ত্রী কেন? প্রশাসন কি ঠুঁটো জগন্নাথ?

ওয়েব ডেস্ক : স্থানীয় প্রশাসনে অনাস্থা। ভরসা শুধু মুখ্যমন্ত্রী। তাঁকে ছাড়া যেন গতি নেই! গত কয়েকদিনে বারবার উঠে এসেছে এই ছবি।

সিন্ডিকেট-তোলাবাজির অভিযোগে সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশেই গ্রেফতার হন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন পেয়ে, প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

কেষ্টপুরের বাসিন্দা, প্রাক্তন সেনাকর্মী সুনীলকুমার বিশ্বাসও বাড়িতে ঢালাইয়ের কাজ করাতে গিয়ে বাধার মুখে পড়েন। অভিযোগ ওঠে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। তিনিও হাজির হন মুখ্যমন্ত্রীর দরবারে।

তবে এবার আর শুধু নির্মাণকাজে নয়। চাষেও তোলা আদায়ের দাবি। নিজের জমিতেই চাষ করতে পারছেন না বীরভূমের মিঠুন গড়াই। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তাই একমাত্র মুখ্যমন্ত্রীই যদি কিছু করতে পারেন, এটাই এখন আশা মিঠুন গড়াইয়ের।

তবে সব সমস্যা নিয়েই যদি মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয়, সব ব্যবস্থা তাঁকেই নিতে হয়, তাহলে প্রশাসন কী করছে? এ প্রশ্নও উঠতে শুরু করেছে।

.