রাজ্যে হাজির শীত, আমেজ শহরেও

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই  রাজ্যে হাজির শীত। নিম্নচাপের বাধা কাটিয়ে অবশেষে  ঢুকল উত্তর পশ্চিম ভারতের ঠাণ্ডা হাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১৮ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। নেমেছে সর্বোচ্চ তাপমাত্রার পারদও।

Updated By: Nov 10, 2012, 08:14 PM IST

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই  রাজ্যে হাজির শীত। নিম্নচাপের বাধা কাটিয়ে অবশেষে  ঢুকল উত্তর পশ্চিম ভারতের ঠাণ্ডা হাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১৮ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। নেমেছে সর্বোচ্চ তাপমাত্রার পারদও।
উত্তর পশ্চিম ভারত থেকে রাজ্যে ঢুকছে ঠাণ্ডা বাতাস। এর জেরে সর্ব্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ এবং ৩ ডিগ্রি কমে যাওয়ায় রাজ্যে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টা এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহওয়া দফতর। পরিসংখ্যান বলছে অন্যান্য বছরের তুলনায় এবার রাজ্যে বেশ কিছুটা আগেই এল শীত। উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাস আর পরিষ্কার আকাশ তাপমাত্রাকে অনেকটাই নামিয়ে দিয়েছে। আগামী দিনে সর্ব্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যত কমবে শীত আরও জাঁকিয়ে বসবে রাজ্যে।

.