চূড়ান্ত অসতর্কতা! সেনার রাইফেল থেকে গুলি এসে লাগল পথচারীর হাতে
চূড়ান্ত অসতর্কতার নজির। কোচবিহারে চাঁদমারিতে সেনার প্রশিক্ষণ-পর্ব চলাকালীন গুলি এসে লাগল এক পথচারীর হাতে। শৈলেন রায় নামে গুলিবিদ্ধ ওই যুবককে জেনএনএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন বাইশগুড়ি এলাকায়।
ওয়েব ডেস্ক : চূড়ান্ত অসতর্কতার নজির। কোচবিহারে চাঁদমারিতে সেনার প্রশিক্ষণ-পর্ব চলাকালীন গুলি এসে লাগল এক পথচারীর হাতে। শৈলেন রায় নামে গুলিবিদ্ধ ওই যুবককে জেনএনএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন বাইশগুড়ি এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শৈলেন সেইসময় নিজের দোকান বন্ধ করে বসেছিলেন রাস্তার পাশেই একটি বেঞ্চে। হঠাত্ হাতে প্রচন্ড ব্যাথা অনুভব করেন তিনি। প্রথমে তাঁর মনে হয়েছিল, কোনও ঢিল বা ধারালো পাথর জাতীয় কিছু তাঁর হাতে এসে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তিনি বুঝতে পারেন, হাতে গুলি লেগেছে। চাঁদমারিতে ফায়ারিং-ট্রেনিংয়ে ব্যস্ত থাকা জওয়ানরাও সঙ্গে সঙ্গে, সেখানে চলে আসেন। তাঁরাই শৈলেনকে হাসপাতালে পৌছে দেন। তাঁর অপারেশন করতে হয়েছে। তবে সেনা প্রশিক্ষণে এমন অসতর্কতার মানে কী, কীভাবে গুলি এসে একজন সাধারণ পথচারীর গায়ে লাগল, এ প্রশ্নের জবাব মেলেনি।