ওয়েব ডেস্ক: সেরার লড়াই নয়, প্রতিভার স্বীকৃতি। সাধারণের ভিড়ে অসাধারণ কৃতিত্বের অধিকারীদের কুর্নিশ জানাল চব্বিশ ঘণ্টা। বাংলার কোণা কোণা থেকে প্রতিভা খুঁজে বের করাই অনন্য সম্মানের উদ্দেশ্য। সেই প্রতিভাকে রাজ্যের পরিপূর্ণ বিকাশের কাজে লাগাতে সরকারের সঙ্গে একযোগে কাজ করবে ২৪ ঘণ্টা। অনন্য সম্মানের মঞ্চে বললেন জি মিডিয়ার সিইও রিজিওনাল জগদীশ চন্দ্র।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর জীবন সঙ্গীতময়। জীবনভর সুর সাধনায় রত তিনি। তাঁর কণ্ঠের ম্যাজিকে মুগ্ধ কয়েকটি প্রজন্ম। এবার সেই সঙ্গীত প্রতিভাকে কুর্নিশ জানানোর পালা।  এবারের জীবনকৃতি সম্মান পেলেন আশা ভোঁসলে। নিজ কর্মক্ষেত্রে অসামান্য কৃতিত্বের পরিচয় দিয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। এমন চার বাঙালির হাতেই উঠল এবারের অনন্য সম্মান। তাঁরা হলেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, কবি জয় গোস্বামী এবং ৩৯ বছর বয়সে জাতীয় খেতাব জয়ী টেবল টেনিস তারকা অনিন্দিতা চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে মিশে থাকা অনন্যদেরও সম্মানিত করল ২৪ ঘন্টা। সাধারণের মধ্যে থাকা এইসব অসাধারণরা হলেন-জিজা ঘোষ, কালিদাস মজুমদার, রঙ্গু সাউরিয়া, গৌতম দে।


ব্যস্ততার কারণে অনন্য সম্মান অনুষ্ঠানে আসতে পারেননি। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে তাঁর সেই বার্তাই পড়ে শোনালেন সঞ্চালক মৌপিয়া নন্দী।