West Bengal News LIVE Update: এমবিএম-র ইন্টারভিউ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! মৃত্যু যুবকের..

একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-  

Last Updated: Friday, December 20, 2024 - 17:05
West Bengal News LIVE Update: এমবিএম-র ইন্টারভিউ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! মৃত্যু যুবকের..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

20 December 2024, 17:00 PM

এমবিএ-তে ভর্তি হওয়ার স্বপ্ন অধরাই থেকে থেকে গেল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাওয়ার পথে প্রাণ হারালেন যুবক। গুরুতর জখম তাঁর বাবাও। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। দুর্ঘটনা ঘটল হাওড়ায়, দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে।

20 December 2024, 16:15 PM

CPM: জ্যোতিবসু আবেগেই শান। বাংলার দিকে এবার বিশেষ নজর সিপিএম-এর। কৌশলী আলিমুদ্দিন তাই এবার কেন্দ্রীয় কমিটির মিটিং এর জন্য বেছে নিল জ্যোতিবসু নগর কেই। ১৭ জানুয়ারি থেকে শুরু হবে কেন্দ্রীয় কমিটির বৈঠক। ওই দিন জ্যোতিবসুর মৃত্যু দিন। ওই দিনই জ্যোতিবসু নগর এর প্রথম রিসার্চ সেন্টার এর ভবন এর উদ্বোধন হবে। পলিটবুরো সব সদস্যই উপস্থিত থাকবেন ওই দিন। তারপর সেখান থেকেই শুরু পার্টি কংগ্রেসের আগের কেন্দ্রীয় কমিটির বৈঠক। অভর্থনা কমিটির দায়িত্ব পেয়েছেন সিপিএম এর ইয়ং ব্রিগেড।

20 December 2024, 16:15 PM

Beleghata: বেলেঘাটা আইডি হাসপাতালের দীর্ঘদিন ধরে পুরনো মর্গ পরিত্যক্ত অবস্থায় ছিল। আশপাশে জঙ্গল তৈরি হয়ে গেছিল। সেই জঙ্গল পরিষ্কার করার সময় গত দুদিন ধরে মৃতের মাথার খুলি ও বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে। কোভিডের সময়ে পর থেকেই মর্গ অব্যবহৃত হয়ে পড়ে থাকত। গত দুদিন আগে মাথার খুলিটি উদ্ধার হয়। গতকাল ও এবং আজকে হারগোড় উদ্ধার হচ্ছে।

20 December 2024, 09:00 AM

Balurghat: পৌরসভার সব ধরনের কর্মীদের উপস্থিতি জানতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছে বালুরঘাট পৌরসভা। আর এই পদ্ধতি চালু করতেই চক্ষু চরকগাছ পৌর কর্তৃপক্ষের। প্রায় ৮০ জন ভুতুড়ে কর্মীর হদিস পেল কর্তৃপক্ষ। ম্যানুয়ালে যতজন কর্মীকে প্রতি মাসে বেতন দেওয়া হতো বায়োমেট্রিক চালু করাতেই প্রায় ৮০ জন কর্মীর কোন হদিস পায়নি পৌরসভা। যার ফলে প্রায় ১২ লক্ষ টাকা বেতন বেঁচেছে কর্তৃপক্ষের। আর এতেই রাজনৈতিক সরল পড়ে গিয়েছে বালুরঘাট পৌর এলাকায়।