নিজস্ব প্রতিবেদন: নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে দ্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ইচ্ছুক প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী নিচের পদগুলিত আবেদন করতে পারে। অনলাইনে আবেদন করতে  sailcareers.com-এ ভিজিট করুন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর, ২০১৯। প্রার্থীদের প্রথমে লেখা পরীক্ষায় উত্তির্ণ হতে হবে। লেখা পরীক্ষায় পাশ করলেই তাঁকে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। 


মোট শূন্যপদ: ৪৬৪টি


শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি পাশের পর প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স করতে হবে। বিস্তারিত জানুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে।


বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা ১৮-৩০ বছর।


কীভাবে আবেদন করবেন:
Step 1: sail.co.in ওয়েবসাইটে ভিজিট করুন
Step 2: হোমপেজে ‘careers’ লেখা লিঙ্কে ক্লিক করুন
Step 3: ‘Jobs’-এর নিচে ‘recruitment of OCTT, OCT boiler and ACT’ লেখা অংশে ক্লিক করুন
Step 4: এবার ‘new registration’লেখার ওপর ক্লিক করুন
Step 5: ফর্মফিলআপ করুন, ছবি দিন
Step 6: অনলাইনে আবেদন ফি দিন। 


বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনিদের বেতন হবে ১৬,৮০০-২৪,১১০ টাকা। অপারেটর কাম টেকনিশিয়ান (বয়লার), অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনিদের বেতন হবে ২০,৬০০-৪৬,৫০০টাকা।