Cashless Rreatment' Scheme: পথ দুর্ঘটনায় আহত হলে বিমার সুবিধা! থাকলে ক্যাশলেস বন্দোবস্ত, কেন্দ্রীয় মন্ত্রীর বড় ঘোষণা...

দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করবে সরকার। এ ছাড়াও হিট অ্যান্ড রান কেসে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

Updated By: Jan 8, 2025, 05:24 PM IST
Nitin Gadkari: পথ দুর্ঘটনায় আহত হলে বিমার সুবিধা! থাকলে ক্যাশলেস বন্দোবস্ত, কেন্দ্রীয় মন্ত্রীর বড় ঘোষণা...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পথ দুর্ঘটনায় আহত হলে এবার থেকে ক্যাশলেস চিকিত্‍সা দেবে সরকার। এমনই প্রকল্প বাস্তবায়নের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নগদহীন চিকিৎসার ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। ২৪ ঘণ্টার মধ্যে পুলিসকে জানালেই সমাধান মিলবে। সাত দিন পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা মিলবে। দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করবে সরকার। এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী।

আরও পড়ুন, Delhi Assembly Election 2025 | Mamata Banerjee: বিধানসভা ভোটে আপকে নিঃশর্ত সমর্থন তৃণমূলের, দিদির কাছে 'কৃতজ্ঞ' কেজরিওয়াল...

এ ছাড়াও হিট অ্যান্ড রান কেসে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সরকার এই প্রকল্পটি অসম, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড় এবং পুদুচেরিতে পরীক্ষা করেছে। তথ্য অনুযায়ী, সরকার সংসদের আগামী অধিবেশনে মোটরযান সংশোধনী আইন আনবে, এরপর মার্চ থেকে সারা দেশে তা কার্যকর করা হবে।

এই প্রকল্পটি জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (NHA), পুলিস, হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য সংস্থাগুলির সহযোগিতায় বাস্তবায়িত হবে। সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের ই-বিশদ দুর্ঘটনা প্রতিবেদন (EDAR) অ্যাপ্লিকেশনটি NHA-এর লেনদেন ব্যবস্থাপনা সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হবে। এই আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে।

আরও পড়ুন, Theif Steat Kiss: জিনিসপত্র না পেয়ে হতাশ! গৃহিণীকে চুমু দিয়ে পালাল চোর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.