FSSAI recruitment 2019: শতাধিক শূন্যপদে নিয়োগ করবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া, জেনে নিন বিস্তারিত
টেকনিক্যাল অফিসার, অ্যাসিসট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ একাধিক পদে প্রারথী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: টেকনিক্যাল অফিসার, অ্যাসিসট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ একাধিক পদে প্রারথী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। fssai-এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল- fssai.gov.in.
মোট ২৭৫টি শূন্যপদে নিয়োগ করবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অথরিটি। বিজ্ঞপ্তি অনুযায়ী ফ্রেসার্স বা অভিজ্ঞ দুই প্রার্থীরাই উপরে উল্লেখিত পদগুলির জন্য আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
জেনে নিন আবেদন করবেন কীভাবে:
স্টেপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন, ওয়েবসাইটটি হল fssai.gov.in
স্টেপ ২: হোমপেজের নিচে ‘careers’ লেখা লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ ৩: কারেন্ট ওপেনিং লেখা অপশনের নিচে ‘apply online’লেখা লিঙ্কের ওপর ক্লিক করুন।
স্টেপ ৪: আপনার সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে নাম রেজিস্টার করুন
স্টেপ ৫: লগ ইন করুন এবং ফর্ম ফিলআপ করুন।
স্টেপ ৬: ফি জমা দিন।
উল্লেখ্য আবেদনের লিঙ্ক এখনও চালু হয়নি। আগামী ২৬ মার্চ থেকে চালু করা হবে এই লিঙ্ক।