Atul Subhash Suicide Case: নাতিকে ফিরে পেতে 'সুপ্রিম' দ্বারে অতুলের মা, ৩ রাজ্য তোলপাড়ের নির্দেশ...
Atul Subhash's son custody: নাতির কাস্টিডি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অতুল সুভাষের মা। সেই মামলায় তিন রাজ্যকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর মানসিক অত্যাচারে মাত্র ৩৪ বছরেই চরম সিদ্ধান্ত নেন উত্তর প্রদেশের বাসিন্দা অতুল সুভাষ (Atul Subhash)। লিখে রেখে যান ২৪ পাতার সুইসাইড নোট। অতুলের কাহিনী শুনে শিউরে ওঠে গোটা দেশ। গত রবিবার এই ঘটনায় গ্রেফতার করা হয় অতুলের প্রাক্তন স্ত্রী নিকিতা, শাশুড়ি নিশা এবং শ্যালক অনুরাগ সিংহানিয়াকে। এবার অতুলের সন্তানের অভিভাবকত্ব চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অতুলের মা। আর সেই মামলায় তিন রাজ্যকে নোটিস পাঠাল কোর্ট। সেই তিন রাজ্য হল উত্তরপ্রদেশ, কর্ণাটক ও হরিয়ানা।
আরও পড়ুন- Dev | Khadaan: ঐতিহাসিক! রিলিজের আগেই নজির গড়ল দেবের 'খাদান'...
সুপ্রিম কোর্টের কাছে আবেদনে অতুলের মা লেখেন যে তিনি তাঁর সাড়ে চার বছরের নাতির অভিভাবকত্ব চান। তাঁর নাতি এখন কোথায় আছে, তা তাঁরা জানেন না। বাচ্চাটি এখন কোথায়, সে বিষয়ে কিছুই জানাচ্ছে না অতুলের প্রাক্তন স্ত্রী নিকিতা, শাশুড়ি নিশা এবং শ্যালক অনুরাগ সিংহানিয়া সহ তাঁদের গোটা পরিবার। সেই কারণেই নাতির জন্য চিন্তায় রয়েছেন অতুলের বাবা-মা। অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি। আগামী জানুয়ারিতে এই মামলার পরবর্তী শুনানি।
গত রবিবার নিকিতাকে হরিয়ানার গুরুগ্রাম থেকে এবং তাঁর মা নিশা এবং ভাই অনুরাগকে উত্তরপ্রদেশের এলাহবাদ থেকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিস। নিকিতা পেশায় ইঞ্জিনিয়র। একটি নামী মাল্টি ন্যাশনাল কোম্পানিতে AI ইঞ্জিনিয়ারিং বিভাগের কনসালট্যান্ট পদে কাজ করেন। অতুলের বিরুদ্ধে দায়ের করা গার্হস্থ্য হিংসার মামলা তুলে নেওয়ার জন্য তাঁরা ৩ কোটি টাকা চেয়েছিলেন নিকিতা, এমনটাই অভিযোগ। পাশাপাশি নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য ৩০ লাখ টাকাও চাওয়া হয়েছিল অতুলের থেকে অভিযোগ এমনটাই।
আরও পড়ুন- Child Death in Mathabhanga: মর্মান্তিক! ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে তলিয়ে গেল ৩ শিশু...
অতুল কর্মসূত্রে থাকতেন বেঙ্গালুরুতে, সেখানের বাড়ি থেকেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, অতুল এক প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। এবং তাঁর মৃতদেহ কাছ থেকে ২৪ পাতার সুইসাইড নোট পাওয়া যায়। সেখানে তিনি তাঁর স্ত্রী এবং স্ত্রীর আত্মীয়দের দ্বারা হওয়া হয়রানির অভিযোগ কথা লিখে গিয়েছেন। সেই নোটে তিনি তাঁর চার বছরের নিষ্পাপ ছেলের কথাও উল্লেখ করেছেন।
ছেলের প্রসঙ্গে অতুল লেখেন, 'বাচ্চাদের প্রতি আমাদের আবেগ এবং ভালবাসা এভাবে অপবিত্র হতে পারে না এবং তারা একজন পুরুষ থেকে একজন মহিলার কাছে টাকা ট্রান্সফার করার (বা তথাকথিত সামাজিক ন্যায়বিচার) হাতিয়ার হয়ে উঠতে পারে না।' অতুল আত্মহত্যার করার আগে এই সুইসাইড নোটটি একাধিক জনকে ইমেল এবং মেসেজের মাধ্যমে পাঠায়। এমনকি মৃত্যুর আগে অতুল চার মিনিটের একটি ভিডিয়ো করেন। যেখানে তিনি তাঁর সঙ্গে হওয়া মানসিক অত্যাচারের কথা বলেন। এবং তিনি তাঁর এবং তাঁর বয়স্ক বাবা-মায়ের জন্য় বিচারের দাবি জানায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)