নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া আট সপ্তাহর জন্য ইন্টার্ন নেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানুন FSSAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।  চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশ হবে আগামী ২২ এপ্রিল। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইতে ইন্টার্ন নিয়োগ হবে।   শূন্যপদ ২২টি।


শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত প্রার্থীরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রেগুলার কোর্সে গ্রাজুয়েট পাশ করেছেন অথবা ডিপ্লোমা কোর্স করছেন তাঁরা আবেদন করতে পারেন।  


আরও পড়ুন: প্রোবেশন অফিসার নিয়োগ করবে এসবিআই, জেনে নিন বিস্তারিত


কীভাবে আবেদন করবেন: 


স্টেপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওয়েবসাইটটি হল- fssai.gov.in
স্টেপ ২: হোমপেজের নিচের দিকে ‘careers’ লেখা লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ ৩: এবার apply online’ লিঙ্কে কিল্ক করুন।
স্টেপ ৪: প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের নাম রেজিস্টার করুন।
স্টেপ ৫: লগ ইন করে ফর্ম ফিলআপ করুন। 
স্টেপ ৬: ফি জমা করুন। 


১৪ই এপ্রিলের মধ্যে আবেদন করুন। ইন্টার্নশিপ ছাড়াও অন্যান্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।