SBI PO recruitment 2019: প্রোবেশন অফিসার নিয়োগ করবে এসবিআই, জেনে নিন বিস্তারিত

আবেদন ফি ৭৫০ টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীদের আবেদন ফি ১২৫ টাকা। 

Updated By: Apr 2, 2019, 04:36 PM IST
SBI PO recruitment 2019: প্রোবেশন অফিসার নিয়োগ করবে এসবিআই, জেনে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: প্রায় দু হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। প্রোবেশন অফিসারের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। ইচ্ছুক আবদনকারীরা আবেদন করুন আজই। আবেদন জানানোর শেষ তারিখ ২২ এপ্রিল।

অনলাইনে প্রিলমিনারি টেস্ট হবে ৮,৯, ১৫, ১৬ জুন, ফলাফল প্রকাশ হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। প্রার্থী বাছাই-এর মূল পরীক্ষা হবে ২০ জুলাই। এরপর ইন্টারভিউ দিতে হবে বাছাই প্রার্থীকে। 

আরও পড়ুন: IGNOU recruitment 2019: নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, মাসিক বেতন ৫০,০০০

কীভাবে আবেদন করবেন:
স্টেপ ১: sbi.co.in-ওয়েবসাইটে ভিজিট করুন
স্টেপ ২: হোম পেজের ‘careers’ লেখা লিঙ্কে ক্লিক করুন
স্টেপ ৩: ‘important announcement section’-এ গিয়ে ‘recruitment of probation officers’লিঙ্কে ক্লিক করুন
স্টেপ ৪: ‘apply online’ লিঙ্কে ক্লিক করুন
স্টেপ ৫: ‘click here for new registration’অপশনে গিয়ে

স্টেপ ৬: রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করুন

স্টেপ ৭: ফর্ম ফিলআপ করুন, ছবি আপলোড করুন

স্টেপ ৮: ফি জমা দিন

আবেদন ফি: ৭৫০ টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীদের আবেদন ফি ১২৫ টাকা। 

যোগ্যতা: রাজ্যের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। যাঁরা শেষ সেমিস্টার দিচ্ছেন তাঁদের সমস্ত প্রমানপত্র জমা করতে হবে।  

বয়স: প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০-এর মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন

.