প্রকাশিত হয়েছে JEE মেইন-এর সময়সূচি, জেনে নিন বিস্তারিত
National Testing Agency (NTA) পরিচালিত JEE মেইন ২০২০ পরীক্ষা হবে ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে। ইচ্ছুক প্রার্থীরা JEE-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটগুলি হল nta.ac.in এবং jeemain.nic.in.
নিজস্ব প্রতিবেদন: National Testing Agency (NTA) পরিচালিত JEE মেইন ২০২০ পরীক্ষা হবে ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে। ইচ্ছুক প্রার্থীরা JEE-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটগুলি হল nta.ac.in এবং jeemain.nic.in.
যারা জানুয়ারিতে পরীক্ষা দিতে চান না, তাঁরা পরবর্তীতে এপ্রিলের পরীক্ষায় বসতে পারেন। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল। এই পর্যায়ের রেজিস্ট্রেশন পক্রিয়া শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। চলবে ৭ মার্চ পর্যন্ত।
আরও পড়ুন: ৫৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে রাজ্য বিদ্যুতে, জেনে নিন
পরীক্ষায় বসার যোগ্যতা: অন্তত ৭৫ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। তপশিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের অন্তত ৬৫ শতাংশ নম্বর পেতে হবে।