ন্যাশনাল ফার্টিলইজার্স লিমিটেডে ৪০ জন মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হবে। জেনে নিন বিস্তারিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৪০টি, সংরক্ষিত আসন ২৪টি। বিস্তারিত জানুন ওয়েবসাইট থেকে। 


বেতনক্রম: মূল বেতন ৯৫০০-১৯৫০০ টাকা


আরও পড়ুন: পাঁচশো শূন্যপদে নিয়োগ করবে আইডিবিআই ব্যাঙ্ক, জেনে নিন বিস্তারিত


বয়সসীমা: ২৮ ফেব্রয়ারি ২০১৯ তারিখের হিসেবে আবেদনকারীর বয়স হতে হবে১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।


যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে বিএসসি (এগ্রিকালচার) পাশ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৮ ফেব্রুয়ারি ২০১৯-এর মধ্যে। 


প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষআ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন পরীক্ষার কেন্দ্রগুলি হল, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, জম্মু ও কাশ্মীর, ভোপাল, চণ্ডীগড়,দিল্লি অ্যান্ড এনসিআর ভূবনেশ্বর এবং আরও বেশ কয়েকটি জায়গায়।


চাকরি ও শিক্ষা সংক্রান্ত আরও খবর জানতে এখানে দেখুন


আবেদনের ফি: ২০০টাকা। ক্রেডিট, ডেবিট, ইন্টারনেট ব্যঙ্কিং-এর সাহায্যে টাকা জা দেওা যাবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না। 


আবেদনের পদ্ধতি: www.nationalfertilizers.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল ও মোবাইল নম্বর থাকতে হবে। অলাইন আবেদন করা যাবে ১৮ এপ্রিল ২০১৯ পর্যন্ত। অনলাইন পূরণ করা আবেদনপত্রের একটি প্রিন্ট-আউট নিয়ে রাখুন। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানুন ওয়েবসাইট থেকে।