পাঁচশো শূন্যপদে নিয়োগ করবে আইডিবিআই ব্যাঙ্ক, জেনে নিন বিস্তারিত

অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত।

Updated By: Mar 30, 2019, 05:32 PM IST
পাঁচশো শূন্যপদে নিয়োগ করবে আইডিবিআই ব্যাঙ্ক, জেনে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: আইডিবিআই ব্যাঙ্কে ৫০০ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। যোগ্য ভারতীয়রা আবেদন করতে পারেন।  

শূন্য়পদ: মোট শূন্যপদ ৫০০, ২২৮টি অসংরক্ষিত। 

যোগ্য়তা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করতে হবে প্রার্থীকে। 

বয়সসীমা: ১ মার্চ ২০১৯ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১-২৮ এর মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন। 

চাকরি এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানুন এখানে

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে। 

আবেদন ফি: ৭০০ টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য ১৫০ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল ওয়ালেটের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে। 

আরও পড়ুন: ইউজিসিতে নিয়োগ, বেতন প্রায় দু লক্ষ টাকা! বিস্তারিত জানুন

আবেদনের পদ্ধতি: www.idbi.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদনের আগে ছবি এবং সাক্ষর স্ক্যান করে নিন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত। চাকরি সংক্রান্ত বিস্তারিত জানুন উপরের ওয়েবসাইট থেকে। 

.