নিজস্ব প্রতিবেদন:  ন্যাশেনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আজ প্রবেশিকা পরীক্ষার NEET ২০২০-র  ফলাফল ঘোষণা করবে।  যারা ৫০ শতাংশ বা তার বেশি প্রাপ্তি অর্জন করেছেন তাদেরকে সফল হিসাবে বিবেচনা করা হযবে, তবে, মেডিক্যাল এবং ডেন্টাল কলেজের আসনগুলি মেধা ভিত্তি ভাগ করা হবে। আসন গ্রহণের জন্য কাউন্সিলিং করবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহামারী সত্ত্বেও এ বছর ১৩ সেপ্টেম্বর ১৪.৩৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বাকি শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। প্রার্থীরা তাদের ফলাফল nta.ac.in বা ntaneet.nic.in এ যাচাই করতে পারবেন। ফলাফল জানতে শিক্ষার্থীদের অ্যাডমিড কার্ডের রোল নম্বর নথিভুক্ত করতে হবে।  


জাতীয় র‌্যাঙ্কের তালিকা প্রকাশ করা হলেও, রাজ্যভিত্তিক কলেজগুলি তাদের নিজস্ব কাট-অফ প্রকাশ করবে। 


কীভাবে ফলাফল দেখবেন


১) ওয়েবসাইট ntaneet.nic.in খুলুন


২) ডাউনলোড ফলাফল লিঙ্কে ক্লিক করুন


৩) নথিভুক্ত করুন রোল নম্বর 


৪) ফলাফল স্ক্রিনে দেখতে পাবেন