নিজস্ব প্রতিবেদন: ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনের ২৫ তম ব্যাচে এগজিকিউটিভ ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।  যাঁরা ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট (GATE) পাশ করেছেন তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ জানুয়ারি থেকে, চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা  powergridindia.com-এ গিয়ে আবেদন করতে পারেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিয়োগ করা হবে  GATE-এর নম্বরের ভিত্তিতে।  প্রার্থীদের পরীক্ষাতেও বসতে হবে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পরীক্ষায় বসার রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। ২০২০-তে দিল্লির আইআইটি পরীক্ষা পরিচালনা করবে। প্রার্থীরা এই লিঙ্কে গিয়ে -gate.iitd.ac.in আবেদন করতে পারবেন। পরীক্ষা হবে ২০২০-র ১,২,৮, ৯ ফেব্রুয়ারি।  


বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর।  


শিক্ষাগত যোগ্যতা: অন্তত ৭০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তির্ণ হতে হবে প্রার্থীকে। উল্লেখ্য যারা এখনও স্নাতক হননি, অথচ আগামী ১৪ অগাস্টের মধ্যে ফলাফল প্রকাশ হবে তাঁরাও আবেদন করতে পারেন। 


বাছাই পদ্ধতি: যারা GATE ২০২০-তে পাশ করবেন তাঁদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউতে ডাকা হবে। প্রার্থীদের দুটি ধাপেই উত্তির্ণ হতে হবে। বিষয় অনুযায়ী নম্বরের কাটঅফ থাকবে।