Purulia: এগিয়ে বাংলা! ৯৫ বছরের ক্যানসার রোগীর জটিল অপারেশন সফল 'প্রত্যন্ত' পুরুলিয়ায়...

Purulia: পুরুলিয়া মফস্বল থানার লাগদার বাসিন্দা ৯৫ বছর বয়সী বিভারানি মজুমদার ক্যানসারে আক্রান্ত হন। পুরুলিয়া মেডিক্যাল কলেজে তাঁর সদ্য সফল অপারেশন হয়। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় সেখানে থেকে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক দিয়ে গ্রীন করিডরের মাধ্যমে রোগীকে নিয়ে আসা হয় পুরুলিয়া শহরে স্থিত মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে। 

Dec 18, 2024, 17:05 PM IST
1/5

মনোরঞ্জন মিশ্র: ক্যানসার সংক্রমিত ৯৫ বছর বয়সী বৃদ্ধার সফল অপারেশন হল পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই রোগীকে গ্রিন করিডর করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের হাতোয়াড়া ক্যাম্পাস থেকে রোগীকে নিয়ে আসা হল পুরুলিয়া শহরের স্থিত মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের আইসিইউতে। সেখানে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে ক্যানসার আক্রান্ত রোগী ৯৫ বছর বয়সী বিভারানি মজুমদারকে। 

2/5

জানা যায়, পুরুলিয়া মফস্বল থানার লাগদার বাসিন্দা ৯৫ বছর বয়সী বিভারানি মজুমদার ক্যানসারে আক্রান্ত হন। পুরুলিয়া মেডিক্যাল কলেজে তাঁর সদ্য সফল অপারেশন হয়। 

3/5

যেহেতু পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের দুটি ক্যাম্পাস রয়েছে। একটি পুরুলিয়া শহরে, সেখানে ইমারজেন্সি বিভাগ, শিশু বিভাগ, আইসিইউ-সহ বেশ কয়েকটি চিকিৎসা বিভাগ রয়েছে। আরেকটি পুরুলিয়া শহর থেকে প্রায় ৭ কিমি দূরে হাতোয়াড়ায়, সেখানে অপারেশেন বিভাগ, আউটডোর বিভাগ, মেডিক্যাল কলেজ ক্যাম্পাস রয়েছে। 

4/5

তাই মেডিক্যাল কলেজ হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসের অপারেশন বিভাগ থেকে সদ্য ক্যানসার অপারেশন হওয়া রোগীকে পুরুলিয়া শহরের মেডিক্যাল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয় আজ। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় সেখানে থেকে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক দিয়ে গ্রীন করিডরের মাধ্যমে রোগীকে নিয়ে আসা হয় পুরুলিয়া শহরে স্থিত মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে। 

5/5

এখানে ওই রোগীকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান শল্য চিকিৎসক ডাঃ পবন মণ্ডল। প্রত্যন্ত পুরুলিয়ার মতো জায়গায় সফল অপারেশন হওয়ায় খুশি রোগীর পরিবার।