নিজস্ব প্রতিবেদন: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৯৯ জন অফিসার নিয়োগ করা হবে। নিচের যোগ্যতায় যে কোনও ভারতীয়রা আবেদন করতে পারবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেতনক্রম: ৩৫১৫০-৬২৪০০ টাকা


বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ সেপ্টেম্বর ১৯৮৯ থেকে ১ সেপ্টেম্বর ১৯৯৮)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। 


প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষা হবে দুটি পর্যায়ে। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে। 


আবেদনের ফি: ৮৫০ টাকা (আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/ উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। ইন্টিমেশন চার্জ বাবদ ১০০ টাকা দিতে হবে।


আবেদনের পদ্ধতি: https://www.rbi.org.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/DEPRDSIM2019AA522FF4E0AA4A7982C43E9845E217E7.PDF এই লিঙ্কে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্যও দেখা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।