নিজস্ব প্রতিবেদন: আজ অর্থাত্ ৪ মার্চ প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।  আধিকারিক সূত্রে খবর, এদিন দুপুর তিনটের পর থেকে অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।  নির্বাচিত প্রার্থীদের বেতনক্রম হবে ১৮,০০০। এ ছাড়াও অন্যান্য ভাতা এবং সুবিধা রয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, পরীক্ষা হয়েছিল গত বছর ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ৬২,৯০৭টি শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হলেও আবেদন করেছিলেন প্রায় ১.৮৯ কোটি প্রার্থী।  নির্বাচিত প্রার্থীদের PET এবং মেডিক্যাল টেস্টে বসতে হবে। তারিখ ওয়েবসাইটেই জানানো হবে। 


আরও পড়ুন: UGC NET 2019: নেট পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে, জেনে নিন আবেদন পদ্ধতি


আরআরবি গুয়াহাটি  www.rrbguwahati.gov.in 
জম্মু  www.rrbjammu.nic.in 
কলকাতা  www.rrbkolkata.gov.in 
মালদা  www.rrbmalda.gov.in 
মুম্বই  www.rrbmumbai.gov.in 
মুজফ্ফর পুর  www.rrbmuzaffarpur.gov.in
পাটনা  www.rrbpatna.gov.in 
রাঁচি  www.rrbranchi.gov.in
সেকেন্দ্রাবাদ  www.rrbsecunderabad.nic.in
আহমেদাবাদ  www.rrbahmedabad.gov.in 
আজমের  www.rrbajmer.gov.in
এলাহাবাদ  www.rrbald.gov.in 
ব্যাঙ্গালুরু  www.rrbbnc.gov.in 
ভোপাল  www.rrbbpl.nic.in 
ভুবনেশ্বর  www.rrbbbs.gov.in 
বিলাসপুর  www.rrbbilaspur.gov.in
চন্ডিগড়  www.rrbcdg.gov.in
চেন্নাই  www.rrbchennai.gov.in 
গোরখপুর  www.rrbguwahati.gov.in 
শিলিগুড়ি  www.rrbsiliguri.org
তিরুবানন্তপুরম  www.rrbthiruvananthapuram.gov.in



কীভাবে দেখবেন RRB Railways group D 2018-19 -র ফলাফল


স্টেপ ১ : শহর অনুযায়ী ওয়েবসাইটে ভিজিট করুন  


স্টেপ ২:‘result link’ লেখার ওপর ক্লিক করুন


স্টেপ ৩: একটি পিডিএফ লিস্ট পাবেন। সেখানেই নির্বাচিত প্রার্থীর নাম দেখা যাবে। 


স্টেপ ৪: পিডিএফ ডাউনলোড করুন, প্রয়োজনে প্রিন্টআউট নিয়ে রাখুন 



জানুন মোবাইলে কীভাবে দেখবেন গ্রুপ ডি-এর রেজাল্ট 


স্টেপ ১ : যেকোনও একটি বাউজার খুলুন


স্টেপ ২ : স্থান ভিত্তিক ওয়েবসাইটে যান


স্টেপ ৩ : ‘RRB group D result’ লেখা লিঙ্কে ক্লিক করুন


স্টেপ ৪ : যতক্ষণনা অন্য একটি পেজ খুলছে অপেক্ষা করুন 


স্টেপ ৫: আপনার পাসওয়ার্ড আইডি দিয়ে লগইন করুন


স্টেপ ৬: ফলাফল দেখতে পাবেন 


স্টেপ ৭: পরবর্তীকালে প্রয়োজনের জন্য ডাউনলোড করে রাখুন