৬৯টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করল রেল
গত ২৮ ফেব্রুয়ারি এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তিই তুলে নিয়েছে সংস্থা।
নিজস্ব প্রতিবেদন: ৬৯টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রত্যাহার করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। গত ২৮ ফেব্রুয়ারি এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তিই তুলে নিয়েছে সংস্থা।
সম্প্রতি আরও একটি নোটিফিকেশন জারি করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানায়, বারানসির ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসের (DLW) কিছু পরিবর্তনের কারণে আরআরবি এলাহাবাদের অধীনের DLW-এর সমস্ত শূন্যপদ বাতিল করেছে রেল।
আরও পড়ুন: নতুনদের জন্য সুবর্ণ সুযোগ, শিক্ষানবিশ নিয়োগ করবে BHEL
দেখে নিন কোন পদগুলি প্রত্যাহার করা হয়েছে
প্রত্যাহার করা মোট শূন্যপদ: ৬৯
জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ১৭
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ১৯
সিনিয়র টাইম কিপার: ৮
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ১৯
জুনিয়র টাইম কিপার: ৬
যেসস্ত প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করেছেন তাঁরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে তা পরিবর্তন করতে পারবেন। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের উদ্দেশে আরআরবি জানিয়েছে, ইতিমধ্যেই সমস্ত প্রার্থীকে তাঁদের রেজিস্টার ই-মেইল আইডিতে লিঙ্ক এবং মেল পাঠিয়ে দেওয়া হয়েছে। আবেদনকারীরা এ ছাড়াও allahabad.rrbonlinereg.co.in-এ গিয়ে লিঙ্কটি খুলতে পারেন। অথবা ‘Changes of post preferences for DLW opted candidates in RRB Allahabad' লিঙ্কে ক্লিক করে পদ পরিবর্তন করতে পারবেন।