Gangasagar Mela 2025: মকরসংক্রান্তি কবে ১৪, না, ১৫ জানুয়ারি? জেনে নিন পুণ্যস্নানের তিথি-নক্ষত্র...
Gangasagar Mela 2025 Makar Sankranti 2025: সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আগে এখানকার পথ এতই দুর্গম ছিল যে, এরকমই মনে করা হত। আসুন, গঙ্গাসাগর সম্বন্ধে জরুরি তথ্যগুলি একে-একে জেনে নিই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আগে এই পথ এতই দুর্গম ছিল যে, এরকম মনে করা হত। এই আধুনিক সময়ে বিষয়টি ঠিক ওরকম না থাকলেও, আজও গঙ্গাসাগরে তীর্থ করতে যাওয়ার বিষয়টি বেশ কঠিন রয়ে গিয়েছে। আজও এই দুর্গম পথ পেরিয়ে সেখানে যাওয়াটা কঠিন হয়ে পড়ে। আবার এসে গেল সেই ক্ষণ, সেই দিন, সেই তিথি। মকরসংক্রান্তির সময়েই এই গঙ্গাসাগরে স্নানের তিথি পড়ে। এবার এই সময়ে আবার কুম্ভমেলাও পড়েছে। এবারে কুম্ভের আসর প্রয়াগরাজে। একযুগ, বারো বছর পরে-পরে আসে এই মহালগ্ন। এই মহাকুম্ভের লগ্ন। প্রয়াগরাজে গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর মিলনস্থলে এবার বহু মানুষ সমবেত হবেন পুণ্য অর্জনের লক্ষ্যে। আপাতত আসুন, গঙ্গাসাগর সম্বন্ধে জরুরি তথ্যগুলি জেনে রাখি।