নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসগুলিতে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ এগজামিনেশন ২০১৯-এর মাধ্যমে কয়েক হাজার গ্রুপ সি মাল্টি টাস্কিং স্টাফ (নন টেকনিক্যাল) নিয়োগ করা হবে। ২২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেতনক্রম: পে ব্যান্ড ওয়ান অনুযায়ী মূল বেতন ৫২০০-২০২০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১৮০০টাকা। অন্যান্য ভাতাও রয়েছে। 


আরও পড়ুন: ৬৯টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করল রেল


শূন্যপদ: কয়েকহাজার শূন্যপদে নিয়োগ হবে। বন্টন বিষয়ক বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। 


শিক্ষাগত যোগ্যতা: ম্যাট্রিকুলেশন ব সমতুল পাশ। শিক্ষাগত যোগ্যাতা সম্পূর্ণ হতে হবে ১ অগাস্ট ২০১৯ তারিখের মধ্যে। পাশাপাশি যেকোনও স্বীকৃত ওপেন বা ডিসট্যন্ট এডুকেশনে পাশ করলেও আবেদন গ্রাহ্য হবে।


চাকরি এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানুন এখানে


আবেদনের ফি- ১০০টাকা। অনলাইনে টাকা জমা দেওয়া যাবে। সংরক্ষিত আসনের প্রার্থী, ভিন্নভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী, মহিলাদের কোনও ফি দিচতে হবে না। 


আবেদনের পদ্ধতি- ssc.nic.in-এ গিয়ে আবেদন করুন। বিস্তারিত জানতে পারবেন ওই ওয়েবসাইট থেকেই। 


গুরুত্বপূর্ণ তারিখ- অনলাইনে আবেদন করা যাবে ২৯ মে ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদনের ফি দেওয়া ও চালান ডাউনলোড করা যাবে ৩১ মে বিকেল ৫টা পর্যন্ত। চালানের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে ১ জুন ব্যাঙ্কের কাজের সময়সীমার মধ্যে। কম্পিউটার বেস পরীক্ষা (টিয়ার ১) হবে ২ অগাস্টথেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাচ ভাগ করে। টিয়ার ২ পরীক্ষা হবে ১৭ নভেম্বর ২০১৯।