Earthquake: সাত সকালে তীব্র ভূমিকম্প! উৎসস্থল নেপাল, কাঁপল কলকাতা-উত্তরবঙ্গ...

Earthquake In Kolkata: মঙ্গলবার সকালে নেপালে ভূমিকম্পের জেরে কাঁপল ভারতের বিভিন্ন এলাকা। এমনকী শুধু বিহার কলকাতা নয় এই আতঙ্ক ছড়িয়েছে দিল্লির অনসিআরেও। এছাড়া ভারত, নেপাল-সহ চিন, ভুটান, বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়। 

Updated By: Jan 7, 2025, 03:44 PM IST
Earthquake: সাত সকালে তীব্র ভূমিকম্প! উৎসস্থল নেপাল, কাঁপল কলকাতা-উত্তরবঙ্গ...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরবঙ্গে ভূমিকম্প। সকাল ৬.৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। নেপাল-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্পে উত্তরবঙ্গে প্রভাব অনুভূত হয়। উৎপত্তি স্থল চিন ও তিব্বতের মধ্যবর্তী সিসমিক প্লেট। রিখটার স্কেলে কম্পনের মাত্রা  ৭.১। ভারতীয় সময় শেষ রাতে ভূমিকম্প চিনের পশ্চিম সিজাং প্রদেশে। ভারতীয় সময় ৬:৩৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প প্রথম অনুভূত হয় উত্তর বিহার এবং উত্তরবঙ্গে।

আরও পড়ুন, Woman Missing From Train: কলেজ যাওয়ার পথে ট্রেন থেকে উধাও তরুণী! ফরাক্কা ব্রিজে পাওয়া গেল.....

 আতঙ্কে নেপালে অনেকেই নেমে আসেন রাস্তায়। এপি সেন্টার ভূ-গর্ভের ১০ কিলোমিটার নিচে। নেপাল সীমান্ত থেকে ৯০ কিলোমিটার দূরে এবং দার্জিলিং থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পের সবথেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা নেপাল সীমান্ত এলাকায় এছাড়াও সিকিম এবং ভুটানেও প্রভাব বেশি পড়বে। প্রভাব পড়বে বিহার বাংলাতেও। মৃদু ভূকম্পন কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও।

দুলতে শুরু করে বহুতল। উৎসস্থল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। কম্পনের তীব্রতা ছিল বেশ বেশি। শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ৩৫ মিনিটের পর ১ ঘণ্টায় ৬ বার ভূকম্প অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। যার প্রভাবে উত্তরবঙ্গে ২ বার এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, Kalna Ghost Fear: বিজ্ঞানমঞ্চ ফেল! বর্ধমানের গ্রামে 'ভূতের আতঙ্ক' কাটাতে বাউল গানেই ভরসা প্রশাসনের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.