নিজস্ব প্রতিবেদন:  ২০৫ জন এক্সিকিউটিভ এবং নন এক্সিকিউটিভ কর্মী নিয়োগ করবে স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। আবেদনের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত। জেনে নিন আবেদন করবেন কীভাবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শূন্যপদের বিস্তারিত: এক্সিকিউটিভ পদের জন্য: ডেপুটি ম্যানেজার- ১১, জুনিয়র ম্যানেজার- ৬, জুনিয়র ম্যানেজার (কোয়ালিটি টেস্টিং)- ৩


নন এক্সিকিউটিভ পদের জন্য: ফায়ার সার্ভিসেস, ফায়ার অপারেটর-২৫,ফায়ার ইঞ্জিন ড্রাইভার- ৮১, বয়লার অপারেটর-৭, অপারেটর কাম টেকনিশিয়ান- ১৩, অ্যাটেন্ড্যান্ড টেকনিশিয়ান- ১৯


বয়সসীমা: জুনিয়র ম্যানেজার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ডেপুটি ম্যানেজার পদের জন্য বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে। বাকি পদগুলির জন্য বয়সসীমা ১৮ থেকে ২৮ বছর অবধি।


আরও পড়ুন: কাটমানি ইস্যুর আঁচ উত্তর দমদমেও, তৃণমূল বিরোধী পোস্টার পড়ল এলাকায়


যোগ্যতা: ম্যানেজমেন্ট ট্রেনি, ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি থাকা আবশ্যিক।


পরীক্ষার পদ্ধতি: এক্সিকিউটিভ পদে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নন এক্সিকিউটিভ পদে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে।


আবেদনের ফি: এক্সজিকিউটিভ পদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি), বয়লার অপারেটর এবং ফায়ার অপারেটর পদের জন্য ২৫০ টাকা, বাকি পদগুলির জন্য ১৫০ টাকা। নেট ব্যাঙ্কিং/ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে।


চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়ুন এখানে


আবেদনের পদ্ধতি: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://www.sail.co.in/