নিজস্ব প্রতিবেদন: আগামি শুক্রবার অর্থাৎ ১৭ জুলাই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। কোভিড পরিস্থিতিতে বাতিল হয়ে যায় উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা। পূর্বের পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতেই মূল্যায়ন হয়। শিক্ষামন্ত্রী জানান, জুলাই-এর মাঝামাঝিতেই প্রকাশিত হবে ফলাফল, সেই মতোই আগামী ১৭ জুলাই প্রকাশিত হবে ফলাফল। বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রকাশিত হবে ফলাফল। এরপর ৩১ জুলাই দুপুর ২টো থেকে দেওয়া হবে মার্কশিট। সামাজিক দূরত্বের মতো সমস্ত স্বাস্থ্যবিধি মেনে নিজের নিজের কেন্দ্র থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে ছাত্র-ছাত্রীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৪টে থেকে বিভিন্ন ওয়েবসাইট এবং মেসেজের মাধ্যমে ফলাফল জানতে পারবে। জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট। 


wbresults.nic.in
www.exametc.com (sms WB12 space'roll number' to 54242)


www.results.shiksha
www.westbengal.shiksha
www.westbengalonline.in


www.indiaresults.com (sms WB12 space'roll number' to 5676750)


www.jagranjosh.com
www.technoindaigroup.com
www.technoindiauniversity.ac.in