Shootout: বাইক থেকে গুলি, রক্তে ভেসে যাচ্ছে! নতুন বছরের দ্বিতীয় দিনেই প্রাণসংশয়ের মুখে...

Malda English Bazar Shootout: জানা গিয়েছে, একটি বাইকে করে তিনজন আসে। তারা এসে বাইক থেকেই গুলি চালায়। পরপর গুলি চালানো হয় তৃণমূল কংগ্রেস নেতা দুলালচন্দ্রকে লক্ষ্য করে। একটি গুলি লাগে দুলাল সরকারের মাথার কাছে।

Updated By: Jan 2, 2025, 12:48 PM IST
Shootout: বাইক থেকে গুলি, রক্তে ভেসে যাচ্ছে! নতুন বছরের দ্বিতীয় দিনেই প্রাণসংশয়ের মুখে...

রণজয় সিংহ: নতুন বছরের দ্বিতীয় দিনেই ভয়ংকর কাণ্ড। শুট আউট। জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা সংশ্লিষ্ট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানকে লক্ষ্য করে চলে গুলি। প্রকাশ্যে দিবালোকে এই হাড়হিম করা ঘটনা। 

কোথায় ঘটল? 

আরও পড়ুন: Tarapith Mandir: পয়লা জানুয়ারির ভোরে তারাপীঠ মন্দিরে ৪০ হাজার ভক্ত! নতুন নিয়ম চালু হওয়ায় কি সুবিধা হল?

মালদায়। মালদার ইংরেজবাজারে। মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলালচন্দ্র সরকারকে লক্ষ্য করে চলে এই গুলি।
মালদার ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে দুলালচন্দ্রের নিজের প্লাইউড কারখানার কাছে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। দুলালচন্দ্রের প্লাইউড কারখানা থেকে মাত্র ২০০মিটার দূরে ঘটে এই ভয়ংকর ঘটনা! 

ঠিক কী ঘটে? 

জানা গিয়েছে, একটি বাইকে করে তিনজন আসে। তারা এসে বাইক থেকেই গুলি চালায়। পরপর গুলি চালানো হয় তৃণমূল কংগ্রেস নেতা দুলালচন্দ্রকে লক্ষ্য করে। একটি গুলি লাগে দুলাল সরকারের মাথার কাছে। খুব স্বাভাবিক ভাবেই গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদিকে বেশ সংকটজনক দুলাল সরকারের পরিস্থিতি। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার সাতসকালে মালদহের এই শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল জেলা-সহ রাজ্য-রাজনীতির অন্দরে। প্রকাশ্য দিনের বেলায়  ভরা বাজারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! কী ভাবে এতটা বেপরোয়া হয়ে উঠছে সমাজ? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

আরও পড়ুন: Baba Vanga's Predictions: বিশ্ব থেকে মুছে যাবে মুসলিম? মানুষ অমর হবে? ভগবানের দেখাও মিলবে? বাবা ভাঙ্গার বিচিত্র ভবিষ্যদ্বাণী...

খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছন দুলাল সরকারের অনুগামীরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই পুলিস তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেই জানা গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.