বকুল কথায় দু`দিনের মহাপর্ব
রোহন ঋষির সাথে ছোটবেলার নানা গল্প করতে থাকে। ঋষির মন কিছুতেই মানতে চায়না। সে বকুলের কথা ভাবতে থাকে।
নিজস্ব প্রতিবেদন: কলেজে ইংরেজী না জানার কারণে নানান ঝামেলায় পড়তে হয় বকুলকে তাই সে ঠিক করে মিষ্টির সাহায্য নিয়ে ইংরেজী শিখবে। প্ল্যান হয় ঋষি বাইরে ঘুমোবে এবং বকুল ও মিষ্টি একসাথে থাকবে ঘরে। এদিকে ঋষিকে শুতে যেতে হয় রোহনের ঘরে ও অদিতি শুতে আসে বকুলের ঘরে। আর তাতেই সব প্ল্যান ভণ্ডুল। এদিকে রোহন ঋষির সাথে ছোটবেলার নানা গল্প করতে থাকে। ঋষির মন কিছুতেই মানতে চায়না। সে বকুলের কথা ভাবতে থাকে। এদিকে অদিতি বকুলের সাথে শুতে আসায় পড়াশুনোর প্ল্যান ভেস্তে যায়। অবশেষে অদিতি ঘুমিয়ে পড়লে মিষ্টি বকুলকে পড়াতে শুরু করে। অন্যদিকে রোহন, ঋষির সঙ্গে তাদের বাবাও যোগ দেয়। রোহনের পাশে শুয়ে ঋষির কিছুতেই ঘুম আসেনা, উল্টে রোহনের পা ছোড়ায় ঋষি খাট থেকে পড়ে যায়। ঋষি এরপর নিজের ঘরে গিয়ে দেখে বকুল টেবিলে বসে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। এখানে ক্লিক করে দেখুন- বকুল কথা