শর্মিলা মাইতি


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্যাচ-আপ নয়, ব্রেক-আপ। একেবারে শেষ করে দেওয়া সম্পর্কটাকে। বলিউডের দীর্ঘ কিছু সম্পর্ক ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল। সবচেয়ে অবিশ্বাস্য বোধহয় রণবীর কাপুর ও ক্যাটরিনার সম্পর্ক। এনগেজমেন্টের পরেই কোনও এক অজানা কারণে দুটো জীবন ছিন্নভিন্ন হয়ে গেল। ১৪ বছরের বিবাহিত জীবন ছিন্ন করলেন ফারহান ও অধুনা আখতার। মনোমালিন্য হলেও বাইরের জগতকে বহুদিন সেটা বুঝতে দেননি আরবাজ-মালাইকা। এমনকি দুজনে একসঙ্গে পাওয়ার কাপল নামে শো হোস্ট করতেন। সলমন খানও খুবই চেষ্টা করেছিলেন যাতে এই সম্পর্ক না ভাঙে। তবু, ভাঙন ছিল অনির্বার্য। এ বছর নাকি সলমনও বিয়ে করবেন লুলিয়া ভান্তুরকে, এমনটাই আশা করেছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু সে গুড়ে বালি। সলমন নাকি জানিয়েই দিয়েছেন উলিয়ার সঙ্গে আর তাঁর মতের মিল হচ্ছে না। একইরকম অবিশ্বাস্য পুলকিত সম্রাট ও সলমনের রাখি বোন শ্বেতা রোহিরার বিবাহবিচ্ছেদ। ইয়ামি গৌতমের সঙ্গে পুলকিতের মাখোমাখো সম্পর্কই এর জন্যে নাকি দায়ী। তবে হ্যাঁ, বিয়ে ভেঙেছে আরও এক সলমন ঘনিষ্ঠের। হিমেশ রেশমিয়া ও কোমলের ২২ বছরের সম্পর্ক মিশে গেল ধুলোয়। তার নেপথ্যেও নাকি এক্সট্রাম্যারিটাল লভ স্টোরি। পড়ূন- কেমন গেল বলিউডের সারা বছর? 



সুশান্ত সিং রাজপুতের কেরিয়ারগ্রাফ উঠতে থাকলেও, লভ লাইফ হঠাৎ থমকে দাঁড়াল। লিভ-ইন গার্লফ্রেণ্ড অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ ঘটল তাঁর। এত ভাঙনের জন্যেই বোধহয় অবশ্যম্ভাবী ছিল এই ব্রেক-আপ সেলিব্রেশন সং। তাই না!