Abhijit Bhattacharya: 'মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির পিতা, ভারতের নয়'

Dec 22, 2024, 19:21 PM IST
1/5

অভিজিত্‍ ভট্টাচার্য

অভিজিত্‍ ভট্টাচার্য

শাহরুখ খানের ছবিতে একসময় টানা প্লে ব্য়াক করেছেন অভিজিত্ ভট্টাচার্য। বলিউডে ধীরে ধীরে পা শক্ত করেছিলেন বাঙালি এই শিল্পী। পাশাপাশি তিনি খবরে থাকেন তাঁর বিতর্কিত মন্তব্যের জন্যও।

2/5

মহাত্মা গান্ধী

মহাত্মা গান্ধী

এবার জাতীয় জনক মহাত্মা গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিজিত্‍ ভট্টাচার্য। সম্প্রতি এক পডকাস্টে অভিজিত্‍ বলেন, আর ডি বর্মন মহাত্মা গান্ধীর থেকে অনেক বড় মাপের মানুষ ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির পিতা ছিলেন তেমনি আর ডি বর্মণ ছিলেন ভারতের সঙ্গীত জগতের পিতা।

3/5

পাকিস্তান

পাকিস্তান

এখানেই শেষ নয় অভিজিত্‍ বলে বসেন মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির পিতা।

4/5

পাকিস্তানের জাতির পিতা

পাকিস্তানের জাতির পিতা

অভিজিত্‍ বলেন, মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির পিতা। ভারতের নয়। ভারত আগে থেকেই ছিল। ভারত থেকে কেটে পাকিস্তান তৈরি করা হয়। পাকিস্তান তৈরি হওয়ার পেছনে তাঁর অবদান রয়েছে।

5/5

বলিউডে যাত্রা

বলিউডে যাত্রা

আশা ভোঁশলের সঙ্গে একটি ডুয়েট দিয়ে কেরিয়ারের সূচনা করেন অভিজিত্‍ ভট্টাচার্য। সুরকার ছিলেন আর ডি বর্মন। বলিউডে তিনি শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, আমির খান, সইফ আলি খান, সঞ্জয় দত্ত, গোবিন্দা, অক্ষয় কুমার-সহ অধিকাংশ নায়কের জন্য গান গেয়েছেন।