ওয়েব ডেস্ক: ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। তবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য সব থেকে বেশি নমিনেশন পেয়েছে পরিচালক আলেজান্দ্রো ইনিয়ারিতুর ছবি 'দ্য রেভেনান্ট'। এই ছবিটি মোট ১২টি নমিনেশন পেয়েছে। এরপর ১০টা নমিনেশন পেয়েছে জর্জ মিলারের ছবি 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড'। এছাড়া ৭টি নমিনেশন পেয়েছে রিডলে স্কোটের ছবি 'দ্য মার্টেন ল্যান্ডেন ইন থার্ড'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার এক ঝলকে দেখে নিন কোন ক্ষেত্রে নমিনেশন পেল কোন ছবি...


শ্রেষ্ঠ ছবি
১. দ্য বিগ শর্ট
২. ব্রিজ অফ স্পাইসেস
৩. ব্রুকলেন
৪. দ্য মার্টেন
৫. দ্য রেভেনান্ট
৬. রুম
৭. স্পটলাইট


শ্রেষ্ঠ পরিচালক
১. অ্যাডাম ম্যাকি (দ্য বিগ শর্ট)
২. জর্জ মিলার (ম্যাড ম্যাক্স: ফিউরি রোড)
৩. আলেজান্দ্রো ইনারিতু (দ্য রেভেনান্ট)
৪. লিনে অ্যাব্রাহামসন (রুম)
৫. টম ম্যাক কার্থে (স্পটলাইট)


শ্রেষ্ট অভিনেত্রী
১. কেট ব্লানশেট (ক্যারল)
২. ব্রি লারসন (রুম)
৩. জেনিফার লরেন্স (জয়)
৪. চারলোতে রাম্পলিং (৪৫ ইয়ারস)
৫. সাওইরসে রোনান (ব্রুকলিন)


শ্রেষ্ঠ অভিনেতা
১. ব্রায়ান ক্রান্সটন (ট্রাম্বো)
২. ম্যাট ডামন (দ্য মার্টেন)
৩. লিওনার্দো দি ক্যাপ্রিও (দ্য রেভেনান্ট)
৪. মিশেল ফাসবেন্ডার (স্টিভ জবস)
৫. ইড্ডে রেডম্যান (দ্য ডানিশ গার্ল)


শ্রেষ্ঠ অ্যাডাপটেড স্ক্রিনপ্লে
১. দ্য বিগ শর্ট
২. ব্রুকলিন
৩. ক্যারল
৪. দ্য মার্টিন
৫. রুম


শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য
১. ব্রিজ অফ স্পাইসেস  
২. এক্স মেশিনা
৩. ইনসাইড আউট
৪. স্পটলাইট
৫. স্ট্রেট আউট্টা কম্পটন


শ্রেষ্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম
১. অ্যানোমালিসা
২. বয় এন্ড দ্য ওয়ার্ল্ড
৩. ইনসাইড আউট
৪. শন দ্য শিপ মুভি
৫. হোয়েন মার্নি ওয়াজ দেয়ার


শ্রেষ্ঠ ভিজুয়াল এফেক্ট
১. এক্স ম্যাশিনা
২. ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
৩. দ্য মার্টেন
৪. দ্য রেভেনান্ট
৫. স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স


বেস্ট কস্টিউম ডিজাইন
১. ক্যারল
২. সিন্ডেরিলা
৩. দ্য ডানিশ গার্ল
৪. ম্যাড ম্যাক্স
৫. দ্য রেভেনান্ট


বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম
১. বিয়ার স্টোরি
২. প্রোলগ
৩. সঞ্জয়'স সুপার টিম
৪. ইউ কান্ট লিভ উইদাউট কসমস
৫. ওয়ার্ল্ড অফ টুমরো


শ্রেষ্ঠ সঙ্গীত
১. আর্ন্ড ইট (ফিফটি শেডস অফ গ্রে)
২. মান্টা রে (রেসিং এক্সটিংশন)
৩. সিম্পল সঙ্গ #৩ (ইউথ)
৪. টিল ইট হ্যাপেন্স টু ইউ (দ্য হান্টিং গ্রাউন্ড)
৫. রাইটিংস অন দ্য ওয়াল (স্পেকট্রে)