KIFF, শুভঙ্কর চক্রবর্তী : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। বাঙালির কাছে এই উত্‍সব যেন ছবির দুর্গোপুজো। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ফেস্টিভ্যাল। যা শেষ হবে ২২ ডিসেম্বর। ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে যা খবর পুরনো তা হল, অমিতাভ বচ্চন উদ্বোধন করতে চলেছেন এই বছরের ফেস্টিভ্যাল। সঙ্গে থাকবেন বচ্চনপত্নী জয়াও। শেষবার ২০১৯ সালে ২৪তম ফেস্টিভ্যালের মঞ্চে দেখা গিয়েছিল ‘শাহেনশাহ’কে। করোনার আবহে মাঝে ডিজিটালি হয় চলচ্চিত্র উৎসব হয়। গত বছরও ফিল্ম ফেস্টিভ্যালে যোগদানের কথা ছিল অমিতাভের। অসুস্থতার কারণে তা হয়ে ওঠেনি। মার্জনা চেয়ে বার্তাও পাঠিয়েছিলেন বিগ বি। তবে এ বছর কলকাতায় আসছেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। নতুন খবরে যা শোনা যাচ্ছে, ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে পারেন রানি মুখোপাধ্যায়ও। ১৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের মঞ্চে দেখা গিয়েছিল রানিকে। সঙ্গে ছিলেন দুই বঙ্গতনয়া সুস্মিতা সেন ও বিপাশা বসুকেও। রানি ছাড়াও বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘পাঠান’ বাদশাহকেও দেখা যাবে এবারের কিফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই বছরে ৮০তে পা দিলেন বিগ বি। তাই তাঁকে ঘিরে গোটা নন্দন চত্বর সাজতে চলেছে। কাটআউট থেকে বড় ব্যানারে থাকবেন শুধুই বিগ বি। রয়েছে বিশেষ প্রদর্শনী। কিংবদন্তীর নটি ছবি দেখানে হবে প্রদর্শনীতে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত জয়া-অমিতাভ অভিনীত ছবি ‘অভিমান’। সেন্টেনারি ট্রিবিউট বিভাগে থাকছে হৃষিকেশ, ভারতী দেবী, অসিত সেন, দিলীপ কুমার, কে আসিফ, অ্যালান রেনে, পিয়ের পাওলো পাসোলনির ছবি। হোমেজে থাকছে জঁ লুক গোদার পরিচালিত কিছু ছবি। ৫৭ টি দেশের মোট ১০৭৮টি ছবি প্রদর্শিত হবে এ বছরের কলকাতা চলচ্চিত্র উত্‍সবে। 


পশ্চিমবঙ্গ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এবারের চলচ্চিত্র উৎসবে থাকছে পাঁচটি আলাদা প্রতিযোগিতামূলক বিভাগ। ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজ, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড), ন্যাশনাল কম্পিটিশন অন ডকুমেন্টারি এবং শর্ট ন্যাশনাল কম্পিটিশন অন ফিকশন। এছাড়াও দুটি নন-কম্পিটিশন বিভাগ থাকবে, সিনেমা ইন্টারন্যাশনাল এবং বেঙ্গলি প্যানোরামা।


করোনার কারণে পিছিয়ে গিয়েছিল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। চলতি বছরে ২৮ এপ্রিল শুরু হয়েছিল ফেস্টিভ্যাল, চলেছিল ১ মে অবধি। প্রায় আট মাসের পরেই আবার ‘সিনে’ আনন্দতে মাততে চলেছে সিনেমাপ্রেমীরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)